Realme Neo 8 ফোনটিতে IP68 ও IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
Photo Credit: Realme
Realme Neo 7 was launched in December, 2024
Realme Neo 8 ফের খবরের শিরোনামে। রিয়েলমির নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনটি জানুয়ারিতে সম্ভাব্য লঞ্চ হওয়ার কথা জানা গিয়েছে। এই ফোনে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, বিশাল ব্যাটারি, এবং ফ্ল্যাগশিপ প্রসেসর থাকতে পারে। এটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 6T, আসন্ন Moto X70 Ultra, এবং iQOO Z11 Turbo-এর মতো হাই পারফরম্যান্স ফোনগুলোকে টেক্কা দিতে আসবে। তবে শুধু একটা মডেল নয়, Realme Neo 8 সিরিজের অধীনে একাধিক মডেল বাজারে আসতে পারে। এই লাইনআপে Qualcomm এবং MediaTek উভয়ের প্রসেসর ব্যবহার হবে। ফোনগুলো 2026 সালের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) মধ্যে মুক্তি পেতে পারে।
টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Realme Neo 8 চীনে 2026 সালের জানুয়ারিতে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট করে লঞ্চের তারিখ প্রকাশ হয়নি। প্রসঙ্গত, রিয়েলমি নতুন বছর পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন দিয়েই আরম্ভ করে। যেমন, গত জানুয়ারি মাসে সংস্থাটি Realme 14 Pro সিরিজ ভারতে এনেছিল।
প্রতিবেদন থেকে জানা গিয়েছে, Realme Neo 8 ফোন Qualcomm কোম্পানির তৈরি প্রিমিয়াম Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত হবে। ফলে এটি ফ্ল্যাগশিপ পারফরম্যান্স প্রদান করবে। ডিভাইসটির সামনে 1.5K রেজোলিউশনের Samsung-এর ফ্ল্যাট LTPS ডিসপ্লে থাকবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 16 নির্ভর Realme UI 7 কাস্টম স্কিনে রান করে।
Realme Neo 8-এর সবথেকে বড় আপগ্রেড ব্যাটারিতে থাকার দাবি করা হচ্ছে। এটি 8,000mAh সিঙ্গেল সেল ব্যাটারির সঙ্গে আসতে পারে, যা পূর্বসূরী Realme GT 7-এর 7,000mAh ব্যাটারি সেলের চেয়ে উল্লেখযোগ্য আপগ্রেড বলা চলে। ডিভাইসটি মেটাল ফ্রেমের সঙ্গে কাঁচের ব্যাক প্যানেল নিয়ে আসতে পারে। পাশাপাশি ফোনটিতে IP68 ও IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
Realme Neo 8 লাইনআপে একটির বেশি ভ্যারিয়েন্ট আগমনের কথা প্রথমেই বলা হয়েছে, যার মধ্যে Neo 8 Turbo, Dimensity 8500 চিপসেট চালিত Neo 8 SE এবং Neo 8x অর্ন্তভুক্ত রয়েছে। প্রসঙ্গত, Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G ভারতে জানুয়ারি 6 লঞ্চ হচ্ছে। এই সিরিজে লুমাকালার ইমেজ প্রযুক্তির 200 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
Realme 16 Pro+ 5G ভ্যারিয়েন্ট Snapdragon প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানানো হয়েছে। এতে Android 16 নির্ভর Realme UI 7.0 প্রি-ইনস্টল করা থাকবে। কোম্পানি ইতিমধ্যেই তিনটি মেজর OS আপগ্রেড এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট দেওয়ার কথা বলেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Says the Year 2025 Almost Became Earth's Hottest Recorded Year Ever
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February