Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G ভারতে জানুয়ারি 6 লঞ্চ হচ্ছে।
Photo Credit: Realme
Realme 16 Pro+ 5G is eqipped with a 200-megapixel camera
Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G ভারতে জানুয়ারি 6 লঞ্চ হচ্ছে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে কোম্পানি। ফোনগুলির ডিজাইনের জন্য বিখ্যাত জাপানি ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সঙ্গে হাত মিলিয়েছে রিয়েলমি। অফিসিয়াল লঞ্চ হওয়ার আগে এখন Realme 16 Pro+ 5G মডেলটির দাম অনলাইনে ফাঁস হয়েছে। ফোনটির রিটেল বক্সের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। সেখান থেকেই দামের বিষয়ে ধারণা পাওয়া গিয়েছে। জানিয়ে রাখি, Realme 16 Pro+ 5G ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে, যার মধ্যে একটি 200 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সিরিজের উভয় মডেলেই অসাধারণ পোট্রেট ফটোগ্রাফির অভিজ্ঞতা পাওয়া যাবে।
টেক ব্লগার পারস গুগলানি রিয়েলমি 16 প্রো+ 5G মডেলের রিটেল বক্সের একটি ছবি ফাঁস করেছেন, যেখানে দেশের বাজারে সম্ভাব্য দাম, ফোনের পরিমাপ, ও ডিসপ্লে সাইজ দেখা গিয়েছে। ডিভাইসটির বক্সে 43,999 টাকা দাম লেখা আছে। তবে মনে রাখবেন, রিটেল বক্সে লেখা থাকা দাম সাধারণত বাজারমূল্যের তুলনায় অনেক বেশি হয়।
এছাড়াও, রিয়েলমি লঞ্চের সময় ব্যাঙ্ক অফার ও কুপন ডিসকাউন্ট ঘোষণা করতে পারে, যা দাম অনেকটাই কমিয়ে আনবে। ফাঁস হওয়া রিটেল বক্স থেকে আরও জানা গিয়েছে, Realme 16 Pro+ 5G এর পরিমাপ হবে 162.5 x 76.3 x 8.5 মিলিমিটার। ফোনটির ওজন প্রায় 203 গ্রাম। সামনের দিকে 17.27 সেন্টিমিটার (6.8 ইঞ্চি) ডিসপ্লে আছে।
ফিচার্সের কথা বললে, Realme 16 Pro+ 5G মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই লাইনআপে 'লুমাকালার ইমেজ' নামে একটি নতুন ইমেজিং সিস্টেম আছে। সংস্থা দাবি করছে, এটি পোট্রেট ছবি তোলার সময় আরও স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড ব্লার করবে এবং আরও উন্নত ডিটেইল তুলে ধরবে।
Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G প্রকৃতি থেকে অনুপ্রাণিত রঙে বাজারে আসছে, যেমন মাস্টার গোল্ড, মাস্টার গ্রে, ক্যামেলিয়া পিঙ্ক, ও অর্কিড পার্পল। শেষের দুই কালার অপশন ভারতীয় ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ থাকছে। Pro+ ভ্যারিয়েন্টের ক্যামেরা 120x জুম সাপোর্ট করবে। ফোনটি Snapdragon প্রসেসরে চলবে বলে জানানো হয়েছে। তবে চিপসেট মডেলের নাম এখনও ঘোষণা হয়নি।
Realme 16 Pro 5G সিরিজে Android 16 নির্ভর Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকবে। কোম্পানি তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট প্রদান করবে। সিরিজে AI Edit Genie 2.0 ফিচারও থাকবে। বৈশিষ্ট্যেটি ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি এডিট করতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astrophysicists Map Invisible Universe Using Warped Galaxies to Reveal Dark Matter