Realme C85 5G এর তিন মুখ্য আকর্ষণ হল 144 হার্টজ ডিসপ্লে, IP69 Pro রেটিং, ও 7,000mAh ব্যাটারি।
Photo Credit: Realme
Realme C85 5G comes with IP69 Pro dust and water resistance
Realme C85 5G শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনের দাম 15,000 টাকারও কম রাখা হয়েছে। MediaTek Dimensity 6300 প্রসেসর চালিত নতুন ফোনটি পয়লা ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে। Realme C85 5G এর তিনটি বড় আকর্ষণ হল 144 হার্টজ Ultra ব্রাইট ডিসপ্লে, IP69 Pro স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা, এবং শক্তিশালী 7,000mAh ব্যাটারি। এছাড়াও, ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony AI ক্যামেরা, SGS মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, AI Edit Genie, 18 জিবি ডাইনামিক র্যাম, ও নোটিফিকেশন লাইট, বাইপাস চার্জিং সহ একঝাঁক আকর্ষণীয় ফিচার্স আছে। চলুন স্মার্টফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
রিয়েলমি সি85 5G 6.8 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে যা HD+ রেজোলিউশন (720x1,570 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসের পিছনে f/1.8 অ্যাপারচার ও PDAF সহ 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা রয়েছে।
ফোনটির সামনে 8 মেগাপিক্সেল (f/2.0 অ্যাপারচার) সেলফি ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 30 FPS-এ 1080P ভিডিও রেকর্ড করতে সক্ষম। এটি সিনেমাটিক ভিডিও শুটিং সাপোর্ট করে৷ ফ্রন্ট ক্যামেরায় মাল্টি-ভিউ ভিডিও রেকর্ডিং সাপোর্ট বর্তমান।
রিয়েলমির নতুন ফোনে ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা 6 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 128 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি 18 জিবি ভার্চুয়াল র্যাম (6 জিবি + 12 জিবি) সাপোর্ট করে। এতে 45W ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে। ব্যাটারিটি মাত্র 5 মিনিটের চার্জে 1.5 ঘন্টা ব্যাকআপ সরবরাহ করবে।
কোম্পানির দাবি, 1 শতাংশ চার্জ থাকলেও 9 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম ও 40 মিনিট কলিং টাইম অফার করবে। পাশাপাশি, ফুল চার্জে 22 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 50 ঘন্টা কলিং টাইম, ও 145 ঘন্টা মিউজিক প্লেব্যাক অফার করবে। আবার 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট থাকার কারণে ফোনকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। ফোন দিয়েই স্মার্টওয়াচ বা ইয়ারবাডসের মতো ছোট ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দেওয়া যাবে।
Realme C85 5G এর তাপমাত্রা কন্ট্রোল করার জন্য 5,300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রয়েছে। ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K সার্টিফায়েড। এটি জল ও ধুলোর বিরুদ্ধে সর্বোচ্চ স্তরের সুরক্ষা প্রদান করে। রিয়েলমির দাবি, ফোনের উপর গরম কফি বা ঠান্ডা কোলা ঢাললেও ক্ষতি হবে না। ফোনটি Android 15-নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করে।
Realme C85 5G এর দাম ভারতে 15,499 টাকা থেকে শুরু। বেস মডেলে 4 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা। কোম্পানি ফোনটির সঙ্গে 500 টাকার কুপন ডিসকাউন্ট দিচ্ছে৷ ফলে দুই মডেলের দাম যথাক্রমে 14,999 টাকা এবং 16,499 টাকায় নেমে আসবে৷ হ্যান্ডসেটটি প্যারট পার্পেল ও পিকক গ্রীন কালার অপশনে উপলব্ধ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন