OnePlus 15, iQOO 15, Realme GT 8 Pro এর মতো ফ্ল্যাগশিপ ফোন নভেম্বরে ভারতে লঞ্চ হচ্ছে৷
Photo Credit: Realme
Realme GT 8 Pro Features a Ricoh GR-Tuned Camera Unit
আজ Moto G67 Power 5G এর হাত ধরে নভেম্বরে ভারতে একের পর এক ধামাকাদার স্মার্টফোন লঞ্চের পর্ব শুরু হচ্ছে৷ অক্টোবরে OnePlus 15, iQOO 15, Realme GT 8 Pro এর মতো যে সব ফ্ল্যাগশিপ ফোন চীনে লঞ্চ হয়েছে, তাদের চলতি মাসে ভারতের বাজারে আগমন ঘটছে৷ প্রিমিয়াম ফোন ছাড়াও Lava Agni 4 ও Moto G67 Power 5G এর মতো মিড-রেঞ্জ ডিভাইস নভেম্বরে রিলিজ হতে চলেছে৷ প্রথমে যে তিনটি প্রিমিয়াম ফোনের নাম বললাম, প্রত্যেকেই Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত৷ OnePlus 15 ও iQOO 15 হাই-পারফরম্যান্সের উপর ফোকাস করলেও, Realme GT 8 Pro একটি পিওর ক্যামেরা ফ্ল্যাগশিপ৷ এতে Ricoh GR ইমেজিং সহ 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে৷ চলুন দেখে নিই নভেম্বরে ভারতে লঞ্চ হতে চলা স্মার্টফোনগুলি কেমন ফিচার্স ও স্পেসিফিকেশন অফার করবে৷
মোটো জি67 পাওয়ার 5G আজ, নভেম্বর 5 লঞ্চ হচ্ছে৷ এই ফোনে 6.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে৷ ফোনটিতে Snapdragon 7s Gen 2 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 8 জিবি র্যাম ও 128 স্টোরেজ অপশনে আসবে। আবার র্যাম 24 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বাড়ানো যাবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 7,000mAh ব্যাটারি রয়েছে।
Moto G67 Power 5G এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। ডিভাইসটি চলবে Android 15 অপারেটিং সিস্টেমে৷ এছাড়াও, আসন্ন ফোনে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি (MIL-810H) ও IP64 সার্টিফায়েড ফ্রেম থাকবে৷
ওয়ানপ্লাস 15 ভারতে নভেম্বর 13 লঞ্চ হচ্ছে৷ এটি দেশের প্রথম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর চালিত ফোন৷ এই ফ্ল্যাগশিপে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট, 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অফার করে। এতে 7,300mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।
OnePlus 15 এর পিছনের অংশে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে৷ ব্যাক ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড করত সক্ষম। সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান৷
iQOO 15 নভেম্বর 26 ভারতে লঞ্চ হবে। এটি চীনে যে যে স্পেসিফিকেশনের সঙ্গে উপলব্ধ, ভারতীয় ভেরিয়েন্টে সেই একই কনফিগারেশন থাকবে বলে আশা করা হচ্ছে৷ এটি 6.85 ইঞ্চি LTPO অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন, ডলবি ভিশন, ও 6,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনেও স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর আছে, যা 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত।
আইকু 15 সামনে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে 7,000mAh ব্যাটারি রয়েছে যা 100W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি Android 16-নির্ভর Origion OS 6 কাস্টম স্কিনের সঙ্গে ভারতে আসবে৷
রিয়েলমি জিটি 8 প্রো নভেম্বর 20 ভারতে লঞ্চ হবে বলে জানা গেছে৷ ফোনটির চাইনিজ ভার্সনে 6.79 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (1,440x3,136 পিক্সেল), 7,000 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ। এতে 120W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি আছে৷
রিয়েলমির এই ফোনটি ফটোগ্রাফি বিভাগে বাজিমাত করেছে৷ এতে 120x ডিজিটাল জুম সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এটি ইন্টারচেঞ্জেবল ব্যাক ক্যামেরা একক্লোজার অফার করে, ফলে ক্যামেরা মডিউলের চারপাশের অংশটি পরিবর্তন করা যাবে।
লাভা অগ্নি 4 নভেম্বর 20 ভারতে লঞ্চ হবে৷ ফোনটির দাম 25,000 টাকার মধ্যে থাকতে পারে৷ এটি MediaTek Dimensity 8350 প্রসেসরে রান করবে৷ এছাড়াও, ফোনটিতে কার্ভড AMOLED ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 120 হার্টজ রিফ্রেশ রেট, স্টক Android OS, ডুয়াল LED ফ্ল্যাশ, ও অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন