Moto G67 Power 5G লঞ্চ হচ্ছে নভেম্বর 5, থাকবে 7,000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা

Moto G67 Power 5G ভারতে নভেম্বর 5 লঞ্চ হবে। ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ 6.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে।

Moto G67 Power 5G লঞ্চ হচ্ছে নভেম্বর 5, থাকবে 7,000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা

Photo Credit: Motorola

Moto G67 Power 5G With 50MP Sony LYT-600 Camera

হাইলাইট
  • Moto G67 Power 5G-এর মেইন ক্যামেরায় Sony LYT-600 সেন্সর থাকবে
  • স্মার্টফোনটি 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে আসছে
  • Moto G67 Power 5G ভিগান লেদারের ব্যাক প্যানেল পেয়েছে
বিজ্ঞাপন

Motorola ভারতে Moto G67 Power 5G লঞ্চের তারিখ ঘোষণা করলো। স্মার্টফোনটি নভেম্বর 5 এ দেশে লঞ্চ হবে। ফোনটির মাইক্রোসাইট ইতিমধ্যেই Flipkart ই-কমার্স সাইটে লাইভ হয়েছে। সেখান থেকে এর  স্পেসিফিকেশন এবং ফিচারগুলো প্রকাশ্যে এসেছে। Moto G67 Power 5G-এর প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারি, Corning Gorilla Glass 7i প্রোটেকশন, ও সেগমেন্টের সেরা 50 মেগাপিক্সেল Sony LYT-600 ক্যামেরা সেন্সর। এছাড়াও, স্মার্ট কানেক্ট, Dolby Atmos প্রযুক্তির ডুয়াল স্টেরিও স্পিকার, ভিগান লেদার ডিজাইন, ও 24 জিবি পর্যন্ত র‍্যাম বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।

Moto G67 Power 5G ডিসপ্লে স্পেসিফিকেশন

ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোটোরোলার নতুন ফোনে 6.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, ও কালার বুস্ট অফার করবে। এই সুপার স্লিম ডিজাইনের স্মার্টফোন তিনটি আলাদা রঙের ভিগান লেদার ব্যাক প্যানেল অপশনে উপলব্ধ হবে।

Moto G67 Power 5G ক্যামেরা স্পেসিফিকেশন

মোটো জি67 পাওয়ার 5G-এর সামনের ও পিছনের ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি + 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ফোনটিতে AI ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন রেখেছে মোটোরোলা।

Moto G67 Power 5G প্রসেসর, স্টোরেজ, ব্যাটারি, অন্যান্য ফিচার্স

Moto G67 Power 5G চলবে Snapdragon 7s Gen 2 প্রসেসরে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 অনবোর্ড স্টোরেজ অপশনে পাওয়া যাবে। র‍্যাম বুস্ট ফিচারের সাহায্যে র‍্যাম 24 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা সম্ভব। পাওয়ার ব্যাকআপের জন্য এতে বিশাল 7,000mAh ব্যাটারি রয়েছে, যা ফুল চার্জে 58 ঘন্টা ব্যাকআপ দেওয়ার দাবি করছে কোম্পানি। ফোনটিতে Android 15 প্রি-ইনস্টলড থাকবে, তবে Android 16 অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এছাড়াও, আসন্ন ফোনে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি (MIL-810H) এবং IP64 জল ও ধুলো প্রতিরোধী ফ্রেম থাকবে। দাম জানার জন্য আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। লঞ্চ হওয়ার পর ফ্লিপকার্ট, মোটোরোলার ওয়েবসাইট, ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে। 

প্রসঙ্গত, Moto G06 Power অক্টোবরের শুরুতে ভারতে 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে। ফোনটির দাম 7,499 টাকা রাখা হয়েছে। এটি 7,500 টাকার মধ্যে প্রথম স্মার্টফোন যা 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এক চার্জে 65 ঘন্টা চলবে বলে দাবি করা হয়েছে। এই ফোনে ভিগান লেদার ব্যাক প্যানেল, MediaTek Helio G81 Extreme প্রসেসর, Dolby Atmos সহ স্টেরিও স্পিকার, 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা, ও সার্কেল টু সার্চের মতো বৈশিষ্ট্য উপলব্ধ।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Moto G67 Power 5G লঞ্চ হচ্ছে নভেম্বর 5, থাকবে 7,000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা
  2. WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
  3. iPhone 18 Pro তুলবে DSLR মার্কা ছবি, স্মার্টফোনের ক্যামেরায় আসবে নতুন যুগ?
  4. 6,200mAh ব্যাটারি ও 50MP টেলিফটো ক্যামেরা যুক্ত Redmi স্মার্টফোন বিক্রি হচ্ছে 6,000 টাকা ডিসকাউন্টে
  5. Nothing Phone 3a Lite এর দাম ফাঁস, অবশেষে সস্তায় ফোন আনছে কোম্পানি
  6. OnePlus Turbo ভারতে দুর্দান্ত ফিচার্স নিয়ে আসছে, থাকবে বিশাল 8,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং
  7. ChatGPT Go: চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ফ্রি! OpenAI-এর ঘোষণায় ইন্টারনেট তোলপাড়
  8. iQOO 15 নতুন অপারেটিং সিস্টেম সহ ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7,000mAh ব্যাটারি ও 100x জুম ক্যামেরা
  9. 200MP পেরিস্কোপ এবং 50MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে Xiaomi 17 Ultra আসছে বাজার তোলপাড় করতে
  10. OnePlus Ace 6: কম দামে 7,800mAh ব্যাটারি ও 165Hz স্ক্রিনের দুর্ধর্ষ গেমিং ফোন আনল ওয়ানপ্লাস
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »