Moto G6 Power-এর ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা উভয় 30fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Photo Credit: Motorola
Moto G06 Power-এর হাইলাইট 7,000mAh ব্যাটারি
Motorola মঙ্গলবার ভারতে Moto G06 Power লঞ্চের ঘোষণা করল। এটি 7,500 টাকার মধ্যে প্রথম স্মার্টফোন যা 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। এমন শক্তিশালী ব্যাটারি মোটোরোলার নতুন মডেলের প্রধান আকর্ষণ। এটি এক চার্জে 65 ঘন্টা চলবে বলে দাবি করা হয়েছে। সঙ্গে Corning Gorillla Glass 3 প্রোটেকশন, 6.88 ইঞ্চি ডিসপ্লে, ভিগান লেদার ব্যাক প্যানেল, MediaTek Helio G81 Extreme প্রসেসর, Dolby Atmos সহ স্টেরিও স্পিকার, 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা, ও IP64 জলরোধী রেটিং, ও সার্কেল টু সার্চের মতো বৈশিষ্ট্য রয়েছে। এটি কম বাজেটের ক্রেতাদের জন্য একটি উপযুক্ত স্মার্টফোন হতে চলেছে।
মোটো জি06 পাওয়ার একটি বড় 6.88 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা HD+ (1640 x 720 পিক্সেল) রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস, কর্নিং গরিলা গ্লাস 3, এবং 395 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে।
Moto G06 Power-এর পিছনে f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল (f/2.0) সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা উভয় 30fps-এ FHD ভিডিও রেকর্ড করতে সক্ষম। পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 7,000mAh ব্যাটারি। এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে কোম্পানি ফোনটির বাক্সে 20W টাইপ-সি চার্জার দিচ্ছে।
মোটোরোলার নতুন বাজেট ফোনে মিডিয়াটেক হেলিও জি81 এক্সট্রিম প্রসেসর আছে। এটি 4 জিবি LPDDR4x র্যাম ও 64 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। আবার র্যাম ভার্চুয়ালি 12 জিবি (4 + 8) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা থাকছে।
ভিগান লেদারের ব্যাক প্যানেল ফোনটির লুকসে প্রিমিয়াম টাচ যোগ করেছে। ফ্রেম প্লাস্টিকের। এটি Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। কোনও অ্যান্ড্রয়েড OS আপগ্রেড না পেলেও, 2 বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে মোটোরোলা। এছাড়াও, Moto G06 Power সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, থিঙ্কশিল্ড ফর মোবাইল, মোটো সিকিওর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর দিয়ে সজ্জিত।
Moto G06 Power ফোনটির 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,499 টাকা রাখা হয়েছে। এটি একটাই স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। ফোনটি প্যানটোন লরেল ওক, প্যানটোন টেপেস্ট্রি এবং প্যানটোন টেন্ড্রিল রঙে উপলব্ধ। ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট, ও রিটেল স্টোরগুলির মাধ্যমে কেনা যাচ্ছে। উল্লেখ্য, ডিভাইসটি গত মাসে IFA বার্লিনে Moto G06 মডেলটির সঙ্গে আত্মপ্রকাশ করেছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately