Redmi 6 ফোনে পৌঁছে গেল MIUI 10.2.2.0 স্টেবেল আপডেট। নতুন আপডেটে Redmi 6 ফোনে লেটেস্ট Android সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। সাথে থাকছে একাধিক বাগ ফিক্স। কয়েকটি রিপোর্টে জানা গিয়েছে Redmi 6 ফোনের সাথেই Redmi 6A ফোনেও MIUI 10.2.2.0 স্টেবেল আপডেট পৌঁছেছে।
আরও পড়ুন: কত দামে বিক্রি হবে Samsung Galaxy M10 আর Galaxy M20? জেনে নিন
MIUI ফোরামে অফিশিয়াল আপডেটে Redmi 6 ফোনে MIUI 10.2.2.0 স্টেবেল আপডেট পৌঁছানোর খবর জানানো হয়েছে। V10.2.2.0.OCGMIXM বিল্ড নম্বরে Redmi 6ফোনে এই আপডেট পৌঁছাবে।
আরও পড়ুন: এটাই নতুন Moto G7 Play?
MIUI ফোরামে জানানো হয়েছে MIUI 10.2.2.0 স্টেবেল আপডেটের হাত ধরে Redmi 6 ফোনে নতুন Android সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। তবে এই আপডেটে লেটেস্ট জানুয়ারি সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে কি না জানায়নি Xiaomi।
আরও পড়ুন: Amazon ও Flipkart বধে এই ফন্দি এটেছেন মুকেশ আম্বানি
নতুন Android সিকিউরিটি প্যাচ ছাড়াও নতুন আপডেটের হাত ধরে Redmi 6 ফোনে একাধিক বাগ ফিক্স পৌঁছেছে। কনফারেন্স কলের সময় SMS ডেলিভারির সমস্যার সমাধান হয়েছে এই আপডেটে।
আরও পড়ুন: খেতে ভালোবাসেন? আপনার জন্য সুখবর নিয়ে এল Paytm
Redmi 6 ফোনে V10.2.2.0OCGMIXM বিল্ডের MIUI 10.2.2.0 আপডেটের সাইজ 448MB। তবে Redmi 6A ফোনে V10.2.2.0.OCBMIXM বিল্ডের MIUI 10.2.2.0 আপডেটের সাইজ 468MB।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন