আপাতত পশ্চিম ভারতে 12 লক্ষ রিটেলার ও দোকানদারকে নিয়ে এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম শুরু হবে। বিশ্বের সবথেকে দ্রুত বাড়তে থাকা ই-কমার্স বাজার এখন লক্ষ্য মুকেশ আম্বানির।
Photo Credit: Bloomberg
এবার ই-কমার্স দুনিয়ায় প্রবেশ করতে চলেছেন মুকেশ আম্বানি। ভারতে Amazon ও Flipkart কে টেক্কা দিতে নতুন ই-কমার্স পোর্টাল আনছে মুকেশের Relience। আপাতত পশ্চিম ভারতে 12 লক্ষ রিটেলার ও দোকানদারকে নিয়ে এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম শুরু হবে। বিশ্বের সবথেকে দ্রুত বাড়তে থাকা ই-কমার্স বাজার এখন লক্ষ্য মুকেশ আম্বানির।
আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন
“শুরুতে গুজরাটের 12 লক্ষ দোকানদারকে নিয়ে শুরু হবে এক নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম। Jio ও Relience Retail একসাথে এই পরিষেবা শুরু করবে।” শুক্রবার গুজরাটে এক ইভেন্টে এই কথা জানিয়েছেন মুকেশ আম্বানি।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
এই মুহুর্তে সারা ভারতে Jio –র গ্রাহক সংখ্যা 28 কোটি। সারা দেশের 6,500 শহর ও শহরতলিতে 10,000 আউটলেট রয়েছে Jio –র। Jio অ্যাপ ব্যবহার করে এই ব্যবসা শুরু হবে। সম্প্রতি এই কথা জানিয়েছেন কোম্পানির রিটেল বিভাগের প্রধান ভি সুভ্রমনিয়াম।
আরও পড়ুন: Jio Phone এ সহজ হবে কুম্ভ যাত্রা
গত মাসে ই-কমার্স দুনায়ায় বিদেশী কোম্পানিগুলির ব্যবসা করার নিয়ম আঁটোসাঁটো করেছে কেন্দ্র। নতুন নিয়মে কোন প্রোডাক্ট শুধুমাত্র একটি ওয়াবসাইট থেকে বিক্রি করা যাবে না। অথবা শুধুমাত্র অনলাইনে কোন প্রোডাক্ট বিক্রি করা যাবে না। নতুন নিয়মে Amazon ও Flipkart এর মালিক Wallmart এর মতো বিদেশী কোম্পানিগুলি চাপে পড়লেও লাভবান হবে Relience এর মতো দেশীয় কোম্পানিগুলি।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Black Friday Sale 2025: Best Deals on Samsung Galaxy Z Fold 7, Galaxy A55, Galaxy M17 5G, and More Phones