ফুড ডেলিভারি সার্ভিস নিয়ে হাজির হল Paytm। Zomato –র সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু হয়েছে। আপাতত শুধুমাত্র দিল্লিতে খাবার ডেলিভারি করবে Paytm। এখন শুধুমাত্র Paytm Android অ্যাপ ব্যবহার করে দিল্লিতে খাবার অর্ডার করা যাবে। তবে শিঘ্রই সারা ভারতে iOS ও Android অ্যাপে খাবার ডেলিভারি শুরু করবে কোম্পানি। সম্প্রতি সারা দেশের 30 টি নতুন শহরে খাবার ডেলিভারি শুরু করেছিল Zomato।
আরও পড়ুন: চাপের মুখে Jio! দিনে 3GB -র বেশি ডেটা দিচ্ছে BSNL
আপাতত শুধুমাত্র দিল্লিতে খাবার ডেলিভারি শুরু করলেই জানুয়ারী মাসের শেষে সারা দেশে 100 টি শহরের 80 হাজারের বেশি রেস্টুরেন্ট থেকে খাবার ডেলিভারি শুরু করবে Paytm।
আরও পড়ুন: মাউসের ভিতরেই আস্ত কম্পিউটার! অবাক গ্যাজেট নিয়ে কৌতুহল চরমে
আরও পড়ুন: কমেছে স্পিড, তাও এক নম্বরে Jio
লঞ্চ অফারে গ্রাহক Paytm অ্যাপ থেকে প্রথবার খাবার অর্ডার করলে 100 তাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এছাড়াও খাবার অর্ডারের জন্য বিশেষ “Hungry” প্রোমোকোড শুরু করেছে কোম্পানি।
আরও পড়ুন: আগামী সপ্তাহের সেলে সস্তা হচ্ছে এই তিনটি Realme স্মার্টফোন
যৌথ বিবৃতিতে Paytm এর ভাইস প্রেসিডেন্ট রেনু শেট্টি জানিয়েছেন, “Zomato –র সাথে হাত মিলিয়ে এবার আমাদের অ্যাপ ব্যবহার করে সহজেই খাবার অর্ডার করা যাবে।” Zomato সিইও মহিত গুপ্তা বলেন, “সারা ভারতের সর্বত্র সমথেকে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ Paytm। Paytm এর সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি সার্ভিস শুরু করে আমরা উত্তেজিত।”
আরও পড়ুন: লঞ্চের আগেই Samsung Galaxy M10 ফোনের স্পেসিফিকেশান জেনে নিন
Zomato –র সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি জগতে Paytm এর প্রবেশ Swiggy ও Uber Eats কে বেশ চাপে ফেলবে। সম্প্রতি Foodpanda –র সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি শুরু করেছিল Ola।
প্রসঙ্গত Gadgets 360 -র অন্যতম লগ্নিকারী Paytm এর মূল সংস্থা One97
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন