Photo Credit: YouTube / Electronic Grenade
‘দ্য কম্পিউটার মাউস’ এর ভিতরে থাকছে একটি Raspberry Pi Zero
Raspberry Pi ব্যবহার করে ছোট্ট মাউসের মধ্যেই আস্ত এক কম্পিউটার বানিয়ে ফেলেছেন এক ব্যাক্তি। একটি মাউসের মধ্যে আস্ত কম্পিউটার তৈরী করে টেক দুনিয়ার নজর কেড়েছেন ঐ ব্যাক্তি। নাম ডিভাইসের রেখেছেন ‘দ্য কম্পিউটার মাউস'। মাউসের মাসনেই রয়েছে একটি ছোট ডিসপ্লে আর পাশে রয়েছে একটি কি-বোর্ড। প্রয়োজনে এই বি-বোর্ড ঠেলে মাউসের মধ্যে ঢুকিয়ে ফেলা যায়।
আরও পড়ুন: নিখুঁত ফিটনেস ট্যাকিং এ অদ্বিতীয় নতুন স্মার্ট স্নিকার
YouTube এ ‘Electronic Grenade' নামে একটি চ্যানেলে এই কম্পিউটার মাউসের ভিডিও প্রকাশ করা হয়েছে। মাউসের ভিতরে ব্যবহার হয়েছে একটি Raspberry Pi Zero। থাকছে একটি 1 GHz প্রসেসার। তবে সাধারন মাউসের থেকে আকারে বড় ‘দ্য কম্পিউটার মাউস'। বিশেষ ভাবে থ্রি ডি প্রিন্টারের মাধ্যমে এই মাউস তৈরী করা হয়েছে।
আরও পড়ুন: এই রকেটে চেপে মঙ্গল গ্রহে পাড়ি দেবে মানুষ!
আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালে আনতে সস্তা হচ্ছে iPhone
মাউসের সামনে রয়েছে একটি 1.5 ইঞ্চি OLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশান 128x129 পিক্সেলস। মাউসের নীচে বাঁ দিকে থাকছে একটি স্লাইডিং কি-বোর্ড।
এই কম্পিউটার ব্যবহার করে Miracarft গেম খেলে দেখিয়েছেন তিনি। পাওয়ার অন করার পরে ‘দ্য কম্পিউটার মাউস' বুট হতে 40 সেকেন্ড সময় লেগেছে। এছাড়াও কম্পিউটারে একাধিক টাইপিং এর কাজও করতে দেখা গিয়েছে এই ভিডিওতে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন