28 জানুয়ারী ভারতে আসছে Galaxy M সিরিজের তিনটি নতুন স্মার্টফোন আনছে Samsung। এ দেশে বাজেট-মিডরেঞ্জ সেগমেন্টে হৃত গড়িমা ফিরে পেতে Galaxy M সিরিজে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 10,000 টাকার নীচে Galaxy M10 আর 15,000 টাকার নীচে Galaxy M20 লঞ্চ করে ভারতে মধ্যবিত্তের মন জয় করতে চাইছে Samsung। Gadgets 360 কে Samsung জানিয়েছে 5 ফেব্রুয়ারী থেকে Amazon ও Smaosung অনলাইন স্টোরে Galaxy M সিরিজের ফোন বিক্রি শুরু হবে। ভারতে চিনা স্মার্টফোনের বাড়বাড়ন্ত রুখতে এই ফোনগুলি লঞ্চ করছে Samsung। Galaxy M সিরিজের ফোনগুলিতে থাকছে Infinity-V ডিসপ্লে। অর্থাৎ এই ফোনগুলিতে Oppo, Vivo, OnePlus এর মতো ডিসপ্লের উপরে ছোট নচ দেখা যাবে।
আরও পড়ুন: মোট কত গ্রাহক Jio ব্যবহার করেন? কত লাভ করেছে Jio? জেনে নিন
Samsung Galaxy M10 এর দাম শুরু হবে 7,990 টাকা থেকে। Galaxy M20 ফোনের দাম শুরু হবে 10,990 টাকা থেকে। শুক্রবার IANS এ প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে। সবার আগে ভারতে Galaxy M সিরিজের ফোনগুলি লঞ্চ করবে Samsung।
আরও পড়ুন: লঞ্চের আগেই Samsung Galaxy M10 ফোনের স্পেসিফিকেশান জেনে নিন
নতুন তিনটি ফোনে থাকবে ভালো ডিসপ্লে, লেটেস্ট প্রসেসার আর শক্তিশালী ব্যাটারি। IANS রিপোর্টে আরও জানা গিয়েছে Galaxy M20 ফোনে থাকবে 5,000 mAh ব্যাটারি আর Galaxy M10 এ থাকবে 3,500 mAh ব্যাটারি। 28 জানুয়ারী লঞ্চ হলেও Galaxy M সিরিজের তিনটি ফোন বিক্রি শুরু হবে 5 ফেব্রুয়ারী।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন