Photo Credit: Weibo
শিঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A8s। আগামী 10 ডিসেম্বর এক ইভেন্টে এই ফোন লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এই ফোনের ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা থাকবে তার নীচে থাকবে সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity-O ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে ট্রিপল রিয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সোমবার Huawei জানিয়েছে 17 ডিস্মবর লঞ্চ হবে Nova 4। তার পর দিনই Samsung জানালো 10 ডিসেম্বর লঞ্চ হবে Galaxy A8s। দুটি ফোনের একই ধরনের ডিজাইন ও ডিসপ্লে থাকবে।
সম্প্রতি প্রকাশিত এক ছবিতে ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা ডিসপ্লে দেখা গিয়েছে। এর নীচেই থাকবে ফোনের সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity O ডিসপ্লে।
Galaxy A8s ফোনে থাকবে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। এই ফোনে থাকবে Qualcomm Snapdragon 710 চিপসেট, 6GB LPDDR4 RAM আর 128GB স্টোরেজ।
Galaxy A8s এ থাকছে 24MP+5MP+10MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে ডিসপ্লের মধ্যে ছিদ্রের নীচে থাকবে 24 MP সেলফি ক্যামেরা। ডিসপ্লের বাঁ দিকে উপরে এই ক্যামেরা। এছাড়াও থাকছে USB Type-C পোর্ট আর 3,400 mAh ব্যাটারি।
তবে 17 ডিসেম্বর লঞ্চ হওয়া Huawei Nova 4 ফোনে একই ধরনের ডিসপ্লে ডিজাইনের সাথেই থাকবে Kirin 980 চিপসেট, 6GB RAM, 128GB স্টোরেজ ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর প্রি-ইনস্টলড Android Pie অপারেটিং সিস্টেম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন