শিঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A8s। এই ক্যামেরার ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা থাকবে তার নীচে থাকবে সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity-O ডিসপ্লে।
Photo Credit: AllAboutSamsung.de
Samsung Galaxy A8s ফোনের ডিসপ্লের উপরে বাঁ দিকে সেলফি ক্যামেরা থাকবে
শিঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A8s। এই ক্যামেরার ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা থাকবে তার নীচে থাকবে সেলফি ক্যামেরা। নতুন এই ডিসপ্লে টেকনোলজির নাম রাখা হয়েছে Infinity-O ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকবে ট্রিপল রিয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Samsung Galaxy A6s ও Galaxy A9s লঞ্চ ইভেন্টে Galaxy A8s ফোনের ঝলক প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সেই ছবিতে ডিসপ্লের মধ্যে বৃত্তাকারে কাটা ডিসপ্লে দেখা গিয়েছে। এর নীচেই থাকবে ফোনের সেলফি ক্যামেরা।
ডিসপ্লের বাঁ দিকে উপরে এই ক্যামেরা থাকবে। তবে এক রিপোর্টে জানানো হয়েছে বাইরে থেকে ডিসপ্লের মাঝে এই ক্যামেরা দেখা যাবে। এছাড়াও এক রিওপোর্টে জানা গিয়েছে Galaxy A8s ফোনের পিছনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। Galaxy A7 (2018) ফোনেও একই ক্যামেরা ব্যবহাএ হয়েছে। Galaxy A8s ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Stranger Things Season 5 OTT Release Date: Know When and Where to Watch it Online
Nishaanchi (2025) Now Available for Rent on Amazon Prime Video: What You Need to Know