Photo Credit: Flipkart
OnePlus এর সাথে প্রতিযোগিতায় সম্প্রতি Samsung Galaxy S10 Lite ফোন লঞ্চ করেছিল Samsung। এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট। 23 জানুয়ারি ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। সম্প্রতি Samsung Galaxy S10 Lite লঞ্চের টিজার প্রকাশ করেছে Flipkart। সেখানে জানানো হয়েছে 23 জানুয়ারি ভারতে Samsung Galaxy S10 Lite বিক্রি শুরু হবে। এই ফোনে থাকছে সুপার স্টেডি অপটিকাল ইমেজ স্টেবিলাইজার আর লাইভ ফোকাল ভিডিও। সম্প্রতি INAS জানিয়েছে 40,000 টাকা থেকে 45,000 টাকা দামে ভারতে লঞ্চ হবে নতুন Galaxy S10 Lite।
নতুন বছরের প্রথম সপ্তাহে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10 Lite। লঞ্চের সময় এই ফোনের দাম প্রকাশ করেনি কোম্পানি। 6GB RAM + 12GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। সাদা, কালো ও নীল রঙে পাওয়া যাবে Galaxy S10 Lite।
Samsung Galaxy S10 Lite ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি Infinity-O ডিসপ্লে। সামনে থেকে এই ফোন দেখতে অনেকটা Galaxy Note 10 Lite এর মতো। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট। সাথে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ।
Galaxy S10 Lite ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছ 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Samsung Galaxy S10 Lite ফোনে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 186 গ্রাম।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন