সম্প্রতি ব্রাজিলে সার্টিফিকেশন পেয়েছে Samsung Galaxy S10 সিরিজের ফোনগুলি। এছাড়াও ফাঁস হয়েছিল টিজার ভিডিও। নতুন রিপোর্টে জানা গিয়েছে ইতিমধ্যেই Samsung Galaxy S10 সিরিজ উৎপাদন শুরু হয়েছে। আপাতত Galaxy S10 সিরিজের 4G ভেরিয়েন্ট তৈরিতে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 2019 সালের প্রথমার্ধের শেষে উৎপাদন শুরু হবে Galaxy S10 সিরিজের 5G ভেরিয়েন্ট।
আরও পড়ুন: ভারতে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এক নম্বরে Samsung
দক্ষিণ কোরিয়ার এক সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যেই বিক্রির জন্য Galaxy S10 সিরিজের তিনটি স্মার্টফোন তৈরি শুরু করেছে Samsung। এর মধ্যে একটিও 5G মডেল নয় বলে এই রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, 2019 সালের মাঝের দিকে উৎপাদন শুরু হবে Galaxy S10 সিরিজের 5G ভেরিয়েন্ট।
আরও পড়ুন: দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসার আর ব্যাটারি সহ ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20
25 জানুয়ারি থেকে দক্ষিণ কোরিয়ায় এই ফোন গুলি তৈরির কাজ শুরু হয়েছে। সূত্র মারফত আরো জানা গিয়েছে, এই তিনটি ফোনেই ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। তবে অন্যান্য ফোনের অপটিকাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকলেও Galaxy S10 সিরিজের তিনটি ফোনে থাকছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 1TB স্টোরেজ ভেরিয়েন্ট এ পাওয়া যাবে Samsung Galaxy S10+।
আরও পড়ুন: ‘ডিসপ্লে নচ' ছাড়াই ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A9 Pro (2019)
Galaxy S10 সিরিজের তিনটি ফোনের সাথেই কোম্পানির ফোল্ডেবল ফোন লঞ্চ হবে কিনা তা জানা যায়নি। 20 ফেব্রুয়ারি সান ফ্রান্সিস্কো তে এক ইভেন্টে লঞ্চ হবে Samsung Galaxy S10 Lite, Samsung Galaxy S10 আর Samsung Galaxy S10+। তিনটি ফোনেই ডিসপ্লের মধ্যে ছিদ্রের নিচে থাকবে সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন