Samsung Galaxy A9 Pro (2019) ফোনে থাকছে 19.5:9 ডিসপ্লে, 6GB RAM আর 128GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি।
Samsung Galaxy A9 Pro (2019) ফোনে রয়েছে একটি 3,400mah ব্যাটারি
লঞ্চ হল নতুন Samsung Galaxy A9 Pro (2019)। এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পরিবর্তে ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে ছিদ্রের নীচে থাকছে সেলফি ক্যামেরা। Samsung নতুন এই ডিসপ্লের প্রযুক্তির নাম রেখে Infinity-O ডিসপ্লে। নতুন Samsung Galaxy A9 Pro (2019) ফোনে Infinity-O ডিসপ্লে ছাড়াও থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A8s। এবার নাম বদলে দক্ষিণ কোরিয়ায় Samsung Galaxy A9 Pro (2019) লঞ্চ করল কোম্পানি।
আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?
দক্ষিণ কোরিয়ায় Samsung Galaxy A9 Pro (2019) এর দাম 599,500 দক্ষিণ কোরিয় ওন (প্রায় 37,800 টাকা)। তিনটি আলাদা রঙে আগামী 28 ফেব্রুয়ারী থেকে সেই দেশে বিক্রি শুরু হবে নতুন ফোনটি।
আরও পড়ুন: ডেলিভারি শুরু করল Amazon রোবট
Samsung Galaxy A9 Pro (2019) ফোনে থাকছে 19.5:9 ডিসপ্লে, 6GB RAM আর 128GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি।
আরও পড়ুন: হু হু করে কমছে iPhone বিক্রি, চাপের মুখে Apple
Samsung Galaxy A9 Pro (2019) ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল সেন্সার। সাথে থাকছে একটি 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একটি 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Windows 11 Update Causes Classic Outlook to Become Unresponsive; Users Urged to Use Webmail
Forza Horizon 6 Gameplay, Cars and Features Revealed; Release Date Confirmed