2018 সালে ভারতে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে এক নম্বর স্থান দখল করেছে Samsung। গত বছর ভারতে বিক্রি হওয়া মোট প্রিমিয়াম স্মার্টফোনের 34 শতাংশ Samsung স্মার্টফোন। Samsung এর ঠিক পেছনেই প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্ট এ 33 শতাংশ বাজার দখল করে রয়েছে OnePlus। বুধবার কাউন্টারপয়েন্ট প্রকাশিত রিপোর্টে এই কথা জানা গিয়েছে। ভারতে প্রিমিয়াম স্মার্ট ফোন সেগমেন্টে তিন নম্বর স্থানে রয়েছে Apple। 2018 সালে ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে 23 শতাংশ দখল করেছিল মার্কিন টেক কোম্পানিটি।
আরও পড়ুন: দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসার আর ব্যাটারি সহ ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20
গত বছর একটি ত্রৈমাসিকে (চতুর্থ ত্রৈমাসিক) ভারতে স্মার্টফোন বিক্রির রেকর্ড করেছে OnePlus। 2018 সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ভারতে বিক্রি হওয়া প্রিমিয়াম স্মার্টফোনের 36 শতাংশ OnePlus স্মার্টফোন। তবে গোটা বছরে ভারতে মোট প্রিমিয়াম স্মার্টফোন বিক্রিতে OnePlus কে টেক্কা দিয়েছে Samsung।
আরও পড়ুন: ভারতে নতুন স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকার নিয়ে এলো Honor
“2018 সালের ভারতের সেরা প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 6। গত বছর বিক্রি হওয়া মোট প্রিমিয়াম স্মার্টফোনের 15 শতাংশ OnePlus 6। এরপর এই বাজারে 10 শতাংশ শেয়ার নিয়ে দুই নম্বর স্থানে রয়েছে OnePlus 6T। 2018 সালের তৃতীয় জনপ্রিয় প্রিমিয়াম স্মার্টফোন Samsung S9+ (8 শতাংশ মার্কেট শেয়ার)।” বলেন কাউন্টারপয়েন্ট রিসার্চ এনালিস্ট কর্ণ চৌহান। তিনি বলেন দীপাবলীর সময় OnePlus 6T ফোনের বিপুল চাহিদা দেখা গিয়েছিল। ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর এর মাধ্যমে অফলাইন চ্যানেলেও সাফল্য পেয়েছে চীনের কোম্পানিটি।
আরও পড়ুন: মাত্র 154 টাকায় ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে Vodafone
2018 সালের চতুর্থ ত্রৈমাসিকে ভারতের মোট প্রিমিয়াম স্মার্টফোন বাজারের 26 শতাংশ দখল করে ছিল Samsung। এই সময় লঞ্চ হওয়া বিশ্বের প্রথম চারটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন Galaxy A9 এর হাত ধরে 30,000 টাকা থেকে 40,000 টাকার বাজারে সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
আরও পড়ুন: কবে লঞ্চ হবে Redmi X?
2018 সালের চতুর্থ ত্রৈমাসিকে মুখ থুবরে পড়েছে Apple। লেটেস্ট স্মার্টফোনের আকাশছোঁয়া দাম হওয়ার কারণেই 2018 সালের চতুর্থ ত্রৈমাসিকে 2017 সালের তুলনায় 25 শতাংশ বিক্রি কমেছে কোম্পানির। ভারতের স্মার্ট ফোন তৈরি না করার কারণে ভারতে 20 শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক দিতে হয় Apple কে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন