154 টাকায় 180 দিন ভ্যালিডিটি দিচ্ছে Vodafone। এই প্ল্যানে 600 মিনিট লোকাল কল করতে পারবেন কোম্পানির প্রিপেইড গ্রাহকরা। শুধুমাত্র রাতের বেলাতেই এই টকটাইম ব্যবহার করে কল করা যাবে। রাত বারোটা থেকে সকাল ছটার মধ্যে এই ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি 209 টাকা ও 479 টাকার রিচার্জ প্ল্যান এ দিনে 1.6GB ডেটা দিতে শুরু করেছে Vodafone। এই দুটি প্ল্যানে 84 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে।
আরও পড়ুন: Jio –র থেকেও কম দামে এক বছর ভ্যালিডিটি নিয়ে এল Vodafone
Vodafone অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে 154 টাকা প্ল্যানে থাকছে 180 দিন ভ্যালিডিটি। সাথে থাকছে 600 লোকাল অন-নেট মিনিট ভয়েস কলিং। রাত বারোটা থেকে সকাল ছটার মধ্যে এই 600 মিনিট লোকাল কল করা যাবে।
আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone
তবে দিনের অন্য সময় লোকাল ও নেশনাল কল করতে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ হবে। ডেটা ব্যবহারের সময় প্রত্যেক 10KB তে খরচ হবে 4 পয়সা। এছাড়াও লোকাল SMS করতে 1 টাকা আর ন্যাশনাল SMS করতে 1.5 টাকা খরচ হবে।
আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea
কোম্পানির ওয়েবসাইট ও My Vodafone অ্যাপ থেকে দেশের সব ভোডাফোন গ্রাহক 154 টাকা রিচার্জ করতে পারবেন। Telecom Talk ওয়েব সাইটে প্রথম এই প্ল্যানের খবর সামনে আসে।
আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone
আগেই জানানো হয়েছে সম্প্রতি 209 টাকা ও 479 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে Vodafone। Vodafone প্রিপেড এ 209 টাকা রিচার্জে দিনে 1.6GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS করা যাবে। আগে এই একই প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারতেন Vodafone প্রিপেড গ্রাহকরা। 209 টাকার মতোই 479 টাকা রিচার্জেও দিনে 1.6GB ডেটা ব্যবহার করতে পারবেন Vodafone গ্রাহকরা। একইভাবে সাথে থাকবে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। তবে 479 টাকা ভ্যালিডিটি 84 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন