ভারতের একটি স্মার্টওয়াচ ও একটি ফিটনেস ট্র্যাকার লঞ্চ করল Honor। ভারতে Honor Watch Magic স্মার্ট ওয়াচ আর Honor Band 4 লঞ্চ করেছে চীনের কোম্পানিটি। শুধুমাত্র Amazon থেকেই কেনা যাবে এই দুটি ডিভাইস। Honor Watch Magic এর দাম 13,999 টাকা। অন্যদিকে Honor Band 4 Running Edition কিনতে 1,599 টাকা খরচ হবে। Honor Watch Magic স্মার্ট ওয়াচ থাকছে 24 ঘন্টা real-time হার্ট রেট মনিটরিং। সাথে থাকবে সাতদিন ব্যাটারি ব্যাকআপ আর একটি HD AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে। মঙ্গলবার ভারতে এই দুটি ডিভাইস লঞ্চ হল কবে বিক্রি শুরু হবে তা জানায়নি Honor।
আরও পড়ুন: দুর্দান্ত সব ফিচার সহ লঞ্চ হল GOQii RunGPS স্মার্ট ব্যান্ড
লাভা ব্ল্যাক রঙে Honor Watch Magic স্মার্ট ওয়াচ কিনতে 13,999 টাকা খরচ হলেও মুনলাইট সিলভার ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 14,999 টাকা। অন্যদিকে কোম্পানির নতুন ফিটনেস ব্যান্ড Honor Band 4 Running Edition কিনতে 1,599 টাকা খরচ হবে। লাভা রেড ও গ্রিন কালারে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড। আগেই জানানো হয়েছে শুধুমাত্র অ্যামাজন থেকেই বিক্রি হবে এই দুই ডিভাইস।
আরও পড়ুন: কবে লঞ্চ হবে Redmi X?
Honor Watch Magic স্মার্ট ওয়াচ এ থাকছে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন। জলের তলায় 50 মিটার পর্যন্ত কোন ক্ষতি হবে না এই ডিভাইসে। থাকছে একটি 1.2 ইঞ্চি HD AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে। 24 ঘন্টা রিয়েল টাইম হার্ট রেট মনিটর করতে পারবে এই স্মার্ট ওয়াচ। সাথে থাকছে প্রেশার মনিটর, ব্যারোমিটার। সাঁতার কাটার সময় স্ট্রোক গুনতে সক্ষম Honor Watch Magic। থাকছে GPS, GLONASS আর NFC সাপোর্ট। ঘুড়ির ভেতরে থাকছে একটি 178 mAh ব্যাটারি। চলবে WearOS অপারেটিং সিস্টেম। Bluetooth এর মাধ্যমে স্মার্ট ফোনের সাথে কানেক্ট করা যাবে এই ডিভাইস। গত বছর নভেম্বর মাসে চীনে লঞ্চ হয়েছিল Honor Watch Magic।
আরও পড়ুন: Redmi Note 7 Pro তে থাকবে আরও বেশি স্টোরেজ
Honor Watch Magic স্মার্ট ওয়াচ এর সাথেই ভারতে লঞ্চ হয়েছে Honor Band 4 Running Edition ফিটনেস ট্র্যাকার। এই ফিটনেস ট্র্যাকার এ রয়েছে একটি PMOLED ডিসপ্লে। সাথে থাকছে একটি 77 mAh ব্যাটারি। একবার চার্জে 12 দিন চলবে এই ফিটনেস ট্র্যাকার। তবে থাকছে না আর ট্রেড সেন্টার ও NFC। Honor Band 4 Running Edition এর ওজন মাত্র 6 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন