জানুয়ারি মাসে চিনে Redmi Note 7 লঞ্চের সময় Redmi Note 7 Pro লঞ্চের ইঙ্গিত দিয়েছিল Xiaomi। Redmi Note 7 Pro তে থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX86 সেন্সর। নতুন ফোন লঞ্চ এর আগে বাজার গরম করতে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট করতে শুরু করলেন Redmi প্রধান লু ওয়েবিং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক প্রশ্নের উত্তরে লু বলেন 3GB RAM + 32GB স্টোরেজের পরিবর্তে Redmi Note 7 Pro ফোনে 6GB RAM + 128GB স্টোরেজে মনোনিবেশ করছে Xiaomi। পরে সোশ্যাল মিডিয়ায় এই কমেন্ট রি পোস্ট করেছেন Xiaomi প্রধান লেই জুন।
আরও পড়ুন: বাজেট সেগমেন্টে লঞ্চ হল Redmi Go: দাম ও স্পেসিফিকেশান দেখে নিন
অর্থাৎ 3GB RAM + 32GB স্টোরেজ এর পরিবর্তে 4GB RAM + 64GB স্টোরেজ, 6GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর সাথেই 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 7 Pro।
আরও পড়ুন: ধামাকা সেল নিয়ে হাজির ‘Xiaomi', কোন ফোনে কত ডিসকাউন্ট?
প্রসঙ্গত জানুয়ারি মাসের শুরুতে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। 3GB RAM + 32GB স্টোরেজে 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 7 কিনতে 1,199 ইউয়ান (12,400 টাকা) খরচ হবে। আর 6GB RAM + 64GB স্টোরেজের দাম 1,399 ইউয়ান (প্রায় 14,500 টাকা)। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .
ডুয়াল সিম Redmi Note 7 এ Android Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব MIUI 9 স্কিন। Redmi Note 7 এ থাকছে একটি 6.3 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
আরও পড়ুন: Redmi Note 7 লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা
Redmi Note 7 ফোনের প্রধান আকর্ষন রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 1080p ভিডিও রেকর্ড করার সময় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS)। ফোনের সামনে থাকছে 13MP সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: 2000 টাকা পর্যন্ত সস্তা হলো এই দুটি Nokia স্মার্টফোন
কানেক্টিভিটির জন্য Redmi Note 7 ফোনে থাকছে USB Type-C port, 3.5 মিমি অডিও জ্যাক, 4G VoLTE, GPS, AGPS, GLONASS, Bluetooth v5 আর Wi-Fi 802.11a/b/g/n/ac। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4 সাপোর্ট। Redmi Note 7 এর ওজন 186 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন