ভারতে সস্তা হলো Nokia 3.1 আর Nokia 6.1। Gadgets 360 কে এই কথা জানিয়েছে HMD Global। সস্তা হয়ে মাত্র 8,999 টাকায় পাওয়া যাবে Nokia 3.1। Nokia 6.1 এর দাম কমে হয়েছে 11,999 টাকা। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Nokia 3.1 Plus। নতুন ফোন লঞ্চের ঠিক পরেই ভারতে এই দুটি ফোনের দাম কমালো HMD Global। এছাড়াও সম্প্রতি Nokia 5.1 Plus আর Nokia 6.1 Plus ফোনের দাম কমিয়েছিল ফিনল্যান্ডের কোম্পানিটি।
আরও পড়ুন: প্রথম ঝলকেই বাজিমাত করল Nokia 9 PureView
2018 সালের আগস্ট মাসে ভারতে এসেছিল Nokia 3.1। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 11,999 টাকা। অক্টোবর মাসে দাম কমে 9,999 টাকায় বিক্রি শুরু হয় ফোনটি। ভারতে শুধুমাত্র 3GB RAM/ 32GB স্টোরেজে পাওয়া যায় Nokia 3.1।
আরও পড়ুন: দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসার আর ব্যাটারি সহ ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20
Nokia 3.1 ফোনে রয়েছে একটি 5.2 ইঞ্চি HD+ (720x1440 পিক্সেল) ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এই ফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek MT6750 চিপসেট, 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর 2,990mAh ব্যাটারি।
আরও পড়ুন: তরুন প্রজন্মের PUBG Mobile আসক্তি সম্পর্কে কি বললেন প্রধানমন্ত্রী?
অন্যদিকে সস্তা হয়েছে Nokia 6.1। 3GB RAM/ 32GB স্টোরেজে Nokia 6.1 কিনতে খরচ হবে 11,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 13,999 টাকা।
আরও পড়ুন: WhatsApp এ যোগ হলো নতুন এই ফিচার
গত বছরের এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 6.1। এই ফোনে রয়েছে একটি 5.5 ইঞ্চি full-HD (1080x1920 পিক্সেল) IPS LCD। ফোনের ভিতরে রয়েছে অক্টা কোর Qualcomm Snapdragon 630 চিপসেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন