ভারতে লঞ্চ হল GOQii এর লেটেস্ট স্মার্ট ব্যান্ড RunGPS। 4,999 টাকা দামের এই স্মার্ট ব্যান্ড এর রয়েছে GPS ট্র্যাকার। GOQii স্টোর আর Amazon থেকে কেনা যাবেএই ডিভাইস। যারা ম্যারাথন দৌড়, ট্রেকিং এর মত আউটডোর অ্যাক্টিভিটির সাথে যুক্ত তাদের কথা মাথায় রেখেই বিশেষভাবে এই ডিভাইস লঞ্চ করেছে GOQii। বিশেষজ্ঞ ডাক্তার ও রানার দের সাথে হাত মিলিয়ে তিন মাসের বিশেষ কোচিং প্রোগ্রাম নিয়ে এসেছে কোম্পানি।
আরও পড়ুন: দুর্দান্ত ডিসপ্লে, প্রসেসার আর ব্যাটারি সহ ভারতে এল Samsung Galaxy M10 আর Galaxy M20
“সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2017 সালের তুলনায় 2018 সালে ভারতে 33 শতাংশ বেশি নাগরিক দৌড়াতে শুরু করেছেন। এইসব গ্রাহকদের জন্য দারুণ উপযোগী হবে GOQii RunGPS।” এক বিবৃতিতে জানিয়েছেন কোম্পানির সিইও ও প্রতিষ্ঠাতা বিশাল গোন্দাল।
আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone
GOQii RunGPS এর 6 টি আলাদা স্ক্রিনে, স্টেপ ট্রাকিং, দূরত্ব, গতি, কত ক্যালরি পুরলো ও হর্ট রেট এর তথ্য জানা যায়।
এছাড়াও আপনার ঘুম ট্র্যাক করতে পারে এই ডিভাইস। বাক্সের মধ্যেই থাকবে একটি USB চার্জার। যে কোন ল্যাপটপ অথবা পাওয়ার ব্যাংক থেকে চার্জ করা যাবে RunGPS।
আরও পড়ুন: এবার আসছে Redmi Go, দেখে নিন স্পেসিফিকেশান
Bluetooth ব্যবহার করে GOQii অ্যাপ এর মাধ্যমে Android অথবা iOS ডিভাইসে কানেক্ট করা যাবে এই স্মার্ট ফিটনেস ব্যান্ড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন