Photo Credit: WinFuture
কয়েক দিন পরেই Samsung Galaxy Unpacked অনুষ্ঠানে লঞ্চ হবে Galaxy S20 সিরিজের একাধিক স্মার্টফোন। এই অনুষ্ঠান থেকে গোটা বিশ্বের সামনে নতুন ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি Samsung Galaxy Z Flip-এর একাধিক ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। কালো ও গোলাপি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ছবিতে Galaxy Z Flip-এর পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ থাকতে পারে।
সম্প্রতি WinFuture ওয়েবসাইটে Samsung Galaxy Z Flip ফোনের ছবি ও স্পেসিফিকেশন ফাঁস করেছেন টিপস্টার ইভান ব্লাস। ছবিতে বিভিন্ন দিক থেকে নতুন ফোল্ডেবল ফোনটি দেখা গিয়েছে। নতুন ফোনে Motorola Razr (2019)-এর মতো ডিজাইন দেখা গিয়েছে। ফোনের পিছনে রয়েছে দুটি ক্যামেরা। থাকছে একটি USB Type-C পোর্ট।
দুর্দান্ত ডিসপ্লে নিয়ে আগামী সপ্তাহে ভারতে আসছে Poco X2
WinFuture-এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 1,500 ইউরো (প্রায় 117,600 টাকা) দামে ইউরোপে 14 ফেব্রুয়ারি বিক্রি শুরু হবে Samsung Galaxy Z Flip।
WinFuture-এ প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Android 10 অপারেটিং সিস্টেম সহ বাজারে আসবে Samsung Galaxy Z Flip। এই ফোল্ডেবল ফোনের বাইরে একটি 1.06 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের উপরে থাকবে Gorilla Glass 6-এর সুরক্ষা। থাকছে অলওয়েজ -অন ডিসপ্লে।
Samsung Galaxy Z Flip-এর ভিতরে থাকবে একটি Snapdragon 855+ চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ। রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে। নতুন ফোল্ডেবল ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় দুটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এর মধ্যে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 10 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Samsung Galaxy Z Flip-এ দুটি ব্যাটারি ব্যবহার হবে। এই দুই ব্যাটারির মোট ক্ষমতা 3,300 mAh। 15W ফাস্ট চার্জিংয়ের সঙ্গেই এই ফোনে থাকবে 9W ওয়্যারলেস চার্জ সাপোর্ট। Galaxy Z Flip-এর ওজন 183 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন