Samsung Galaxy M31 ফোনে সফটওয়্যার আপডেট পৌঁছল। সাম্প্রতিকতম আপডেটে এই ফোনে এপ্রিল মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। সুরক্ষায় উন্নতির সঙ্গেই এই ফোনের বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে এই আপডেটে। যদিও এই সফটওয়্যার আপডেট ইন্সটল করার পরে অনেক গ্রাহক ফোন বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
ট্যুইটারে একাধিক গ্রাহক অভিযোগ করেছেন Samsung Galaxy M31-এ আপডেট ইন্সটল করার পরেই ফোন পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। একবার বন্ধ হলে সেই ফোন আর কোন ভাবেই চালানো যাচ্ছে না। গ্রাহকরা জানিয়েছেন আপডেট ইন্সটলের সময় তা আটকে যাচ্ছে। এর পরেই ফোন ‘ব্রিক' হচ্ছে বলে জানা গিয়েছে।
@SamsungMobile @SamsungIndia how to fix this now, galaxy m31 after new update pic.twitter.com/9L9939Hm8W
— Vignesh RS (@rsvignesh86) April 11, 2020
একবার ফোন বন্ধ হয়ে যাওয়ার পরে ফ্যাক্টরি রিসেট করেও ফোন অন করা সম্ভব হচ্ছে না। যদিও অনেকে জানিয়েছেন আগের ফার্মওয়্যার ডাউনলোড করে ইন্সটল করার পরে ফোন চলতে শুরু করেছে। যদিও ফার্মওয়্যার ইন্সটলের সময় কোন ভুল হলে ফোনের বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে।
আগামী মাসেই বাজারে আসতে পারে 192 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন
Samsung Galaxy M31 গ্রাহকদের মতোই Galaxy A70 গ্রাহকরাও Android 10 আপডেট ইন্সটল করার পরে ফোন ‘ব্রিক' হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। কয়েকটি রিপোর্টে জানা গিয়েছে এই সমস্যা সামনে আসার সঙ্গে সঙ্গে Galaxy M31 ও Galaxy A70 তে আপডেট পাঠানো বন্ধ করেছে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন