সম্প্রতি কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold তৈরী করেছে Samsung। এই ফোনে ব্যবহার হয়েছে Samsung এর নিজস্ব ফোল্ডেবেল OLED ডিসপ্লে। এবার Google ও Apple এর কাছে কোম্পানির ফোল্ডেবেল ডিসপ্লের নমুনা পাঠাতে শুরু করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই খবর জানা গিয়েছে।
“7.2 ইঞ্চি মাপের নতুনা ডিসপ্লে পাঠানো হয়েছে। Galaxy Fold ফোনের ডিসপ্লের থেকে 0.1 ইঞ্চি ছোট এই ডিসপ্লে।” দক্ষিণ কোরিয়ায় প্রকাশিত এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।
iPhone XS ও iPhone XS Max ফোনের বেশিরভাগ ডিসপ্লে তৈরী করে Samsung। ভবিষ্যতে ফোল্ডেবেল স্মার্টফোনের ডিসপ্লের বাজার ধরতে তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিল Samsung।
“এই মুহুর্তে বছরে 24 লক্ষ ফোল্ডেবেল ডিসপ্লে তৈরী করতে পারে Samsung। পরে চাহিদা দাড়লে এই সংখ্যা 1 কোটি ছাড়াতে পারে।” জানানো হয়েছে এই রিপোর্টে।
সম্প্রতি Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন Galaxy Fold লঞ্চের পরে বেশ চাপের মুখে Apple। 2019 সালে কোনও ফোল্ডেবেল স্মার্টফোন বাজারে নিয়ে আসার পরিকল্পনা নেই Apple এর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন