বুধবার নতুন ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হল Vivo Z1x। নতুন ভেরিয়েন্টে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ। লঞ্চের সময় এই ফোনে 6GB RAM ছিল। অতিরিক্ত মেমোরি ছাড়া এই ফোনে অন্য কোন ফিচার যোগ হয়নি। Vivo Z1x ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর থাকবে। সাথে থাকছে 22.5W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে Vivo।
64MP ক্যামেরা, গেমিং চিপসেট সহ লঞ্চ হল Redmi Note 8 Pro
নতুন ভেরিয়েন্টে Vivo Z1x এর দাম 21,990 টাকা। এই ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ।
সেপ্টেম্বর মাসে লঞ্চের সময় দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল এই ফোন। 6GB RAM + 64GB স্টোরেজে Vivo Z1x এর দাম 16,990 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Vivo Z1x কিনতে 18,990 টাকা খরচ হবে।
চারটি রিয়ার ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 8
ডুয়াল সিম Vivo Z1x ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
কবে ভারতে আসছে Realme X2 Pro? জানিয়ে দিল Realme
ছবি তোলার জন্য Vivo Z1x ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেন্সর।
কানেক্টিভিটির জন্য Vivo Z1x ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C। ফোনে ভিতরে থাকছে 4,500 mAh ব্যাটারি আর 22.5W ফাস্ট চার্জিং। কোম্পানি জানিয়েছে মাত্র 5 মিনিট চার্জ করে Vivo Z1x ফোনে 3 ঘন্টা টকটাইম পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন