যুক্তরাষ্ট্রের সিনেটের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রতিনিধি জিম ব্রিডেনস্টাইনকে যুক্তরাষ্ট্রের স্পেস এজেন্সি পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে.
বৃহস্পতিবার সেনেটে 50-49 ভোটের সাপেক্ষে ব্রিডেনস্টাইনকে নাসা'র 13 তম প্রশাসক হিসেবে নিয়োগ করা হবে বলে ঠিক করা হয়েছে.
মার্কিন নৌবাহিনী রিজার্ভের পাইলট এবং টালসা এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম ও প্ল্যানেটারিয়ামের প্রাক্তন নির্বাহী পরিচালক ব্রিডেনস্টাইন 2012 সালে মার্কিন কংগ্রেসে ওকলাহোমার প্রথম কংগ্রেসনাল জেলার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন।
তিনি বর্তমানে হাউস আর্ম সার্ভিস কমিটি এন্ড সায়েন্স, স্পেস এন্ড টেকনোলজি কমিটির দায়িত্ব পালন করছেন।
নাসার প্রশাসক রবার্ট লাইটফুটে একটি বিবৃতিতে বলেছে, "আমি আমার দলের নেতৃত্ব দেওয়ার জন্য রিপাবলিকান ব্রিডেনস্টাইনকে মনোনীত করতে পেরে আনন্দিত।" তিনি আরও বলেছেন যে, "আমি নাসার দলের কাজ গুলিকে ভাগাভাগি করে নিয়ে, তা আরও সুন্দর ভাবে রূপান্তরিত করতে চাই।"
এই উক্তির পরিপ্রেক্ষিতে ব্রিডেনস্টাইন বলেছেন যে, ''মার্কিন সিনেটরের তরফ থেকে নাসার প্রশাসক হিসাবে আমাকে এই সম্মান প্রদান করা হয়েছে বলে, আমি কৃতজ্ঞ.'' 2016 সালের নির্বাচনের পর লাইটফুটের হাতে যে দায়িত্ব ছিল তা গ্রহণ করতে চলেছেন ব্রিডেনস্টাইন.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.