আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে মহাকাশে পাড়ি দিতে চলেছেন রিচার্ড ব্র্যানসন। বৃহস্পতিবার AFP কে এই কথা জানিয়েছেন ব্রিটিশ ধনকুবের।
“মানুষের প্রথম চাঁদে পাড়ি দেওয়ার 50 বছর পূর্তির সময় মহাকাশে যেতে চাই, সেই লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করছি আমরা।” ওয়াশিংটনে এই কথা জানিয়েছেন ভার্জিন গ্রুপের প্রধান।
1959 সালের 20 জুলাই চাঁদে পা রেখেছিল আমেরিকার অ্যাপোলো 11 মিশন।
আরও পড়ুন: এই রকেটে চেপে মঙ্গল গ্রহে পাড়ি দেবে মানুষ!
গত কয়েক বছর ধরেই কিছু বেসরকারি কোম্পানি মহাকাশ পর্যটক পাঠানোর পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে। এর মধ্যে অন্যতম ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিক।
খুব শীঘ্রই “সাবঅরবিটাল ফ্লাইট” এ চেপে মহাকাশে হাজার হাজার পর্যটক পাঠাতে শুরু করবে এই কোম্পানিগুলি।
প্রসঙ্গত 2023 সালে চাঁদে জাপানের এক কোটিপতিকে মহাকাশে পর্যটক হিসেবে পাঠাতে চলেছে ইলন মাস্কের SpaceX। তবে সেই মহাকাশ যাত্রার থেকে অনেকটাই সস্তা হবে ভার্জিন গ্যালাক্টিকের মহাকাশ যাত্রা।
আরও পড়ুন: যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তৈরী GSAT-31 এর সফল উৎক্ষেপন করল ISRO
দুই জন পাইলট ভার্জিন গ্যালাক্টিকের স্পেসশিপটু মহাকাশযানটি চালাবেন। এই জানে দুই জন পাইলট এর সাথে একসাথে ছয় জন পর্যটক মহাকাশ ভ্রমণ করতে পারবেন।
রিচার্ড জানিয়েছেন আবহাওয়া ঠিক থাকলে আগামী 20 ফেব্রুয়ারি স্পেসশিপটু মহাকাশ যানের পরবর্তী পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন