বাজারে নতুন ট্যাবলেট নিয়ে এল Huawei। চিনে লঞ্চ হয়েছে Huawei MatePad। গত বছর নভেম্বরে Huawei MatePad Pro 5G-র পরে এটা কোম্পানির দ্বিতীয় ট্যাবলেট। একাধিক রঙ ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ট্যাবলেট। Huawei MatePad-এর ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট, 8 মেগাপিক্সেল ক্যামেরা আর স্টাইলাস সাপোর্ট। প্রো ভেরিয়েন্টের মতো Huawei MatePad-এ 5G কানেক্টিভিটি থাকছে না।
Huawei MatePad-এর দাম শুরু হচ্ছে 1,899 ইউয়ান (প্রায় 20,420 টাকা) থেকে। 4G কানেক্টিভিটি সব টপ ভেরিয়েন্টে এই ট্যাবলেট কিনতে 2,499 ইউয়ান (প্রায় 26,870 টাকা) খরচ হবে। আপাতত চিনে এই ট্যাবলেট লঞ্চ হলেও ভারতে লঞ্চ সম্পর্কে উচ্চবাচ্য করেনি Huawei।
Huawei MatePad-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 10.1 স্কিন চলবে। এই ট্যাবলেটে রয়েছে 10.4 ইঞ্চি IPS ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।
Huawei MatePad-এ একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য আরও একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। 64GB ও 128GB স্টোরেজে এই ট্যাবলেট পাওয়া যাবে।
স্টাইলাস সাপোর্ট সহ এসে গেল Samsung Galaxy Tab S6 Lite
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Huawei MatePad-এ রয়েছে USB Type-C পোর্ট। থাকছে ডুয়াল ব্যান্ড Wifi। ট্যাবলেটের ভিতরে রয়েছে একটি 7,250 mAh ব্যাটারি। Huawei MatePad-এর ওজন 450 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন