Samsung Galaxy Tab S6 Lite-এ থাকছে S Pen সাপোর্ট। তিনটি রঙ ও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ডিভাইস।
তিনটি রঙে পাওয়া যাবে Samsung Galaxy Tab S6 Lite
বাজারে এল Samsung-এর লেটেস্ট ট্যাবলেট Galaxy Tab S6 Lite। আপাতত ইন্দোনেশিয়ায় এই ট্যাবলেট লঞ্চ হয়েছে। Galaxy Tab S6 Lite-এ থাকছে S Pen সাপোর্ট। তিনটি রঙ ও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ডিভাইস। ট্যাবলেটের ভিতরে রয়েছে 7,040 mAh ব্যাটারি।
এখনো Galaxy Tab S6 Lite-এর দাম প্রকাশ করেনি Samsung। 64GB ও 128GB স্টোরেজে এই ট্যাবলেট পাওয়া যাবে। নীল, গোলাপি ও ধুসর রঙে পাওয়া যাবে Samsung Galaxy Tab S6 Lite।
Samsung Galaxy Tab S6 Lite-এ রয়েছে 10.4 ইঞ্চি TFT ডিসপ্লে। ট্যাবলেটের মধ্যে রয়েছে অক্টা-কোর প্রসেসর, 4GB RAM। এই ট্যাবলেটে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
64GB ও 128GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy Tab S6 Lite। ডিসপ্লের চারপাশে থাকছে পাতলা বেজেল। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। কানেক্টিভিটির জন্য এই ট্যাবলেটে রয়েছে 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0 ও GPS।
বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল LG G Pad 5 10.1
Galaxy Tab S6 Lite-এ 7,040 mAh ব্যাটারি থাকবে। এক চার্জে 13 ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। 244.5x154.3x7.0 মিমি আয়তনের এই ট্যাবলেটের ওজন 467 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Physicists Reveal a New Type of Twisting Solid That Behaves Almost Like a Living Material
James Webb Telescope Finds Early Universe Galaxies Were More Chaotic Than We Thought
Next-Gen Xbox Will Be 'Very Premium, Very High-End Curated Experience', Says Xbox President Sarah Bond