সম্প্রতি ভারতের সব বেসরকারি টেলিকম কোম্পানি পরিষেবার দাম বাড়িয়েছে। রবিবার দাম বাড়িয়েছে Airtel। ইতিমধ্যেই একগুচ্ছ নতুন প্ল্যান সামনে এনেছে গুরুগ্রামের কোম্পানিটি। 19 টাকা থেকে 2398 টাকা দামে বিভিন্ন প্ল্যান নিয়ে এসেছে Airtel। এই প্ল্যানগুলিতে 2 দিন থেকে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকবে আনলিমিটেড কল, নির্দিষ্ট পরিমাণ ডেটা ও এসএমএস। Airtel ছাড়াও সম্প্রতি পরিষেবার দাম বাড়িয়েছে Vodafone Idea ও Reliance Jio।
এক বিবৃতিতে Airtel জানিয়েছে নতুন প্রিপেড প্ল্যানে দিনে 50 পয়সা থেকে 2.85 টাকা বেশি খরচ হবে গ্রাহকের। দাম বাড়লেও পরিষেবাতে কোন বেশি সুবিধা দেবে না কোম্পানি।
Airtel-এর নতুন প্রিপেড প্ল্যান
পুরনো প্ল্যান (টাকা) | পুরনো ভ্যালিডিটি (দিন) | পুরনো সুবিধা | নতুন প্ল্যান (টাকা) | নতুন ভ্যালিডিটি (দিন) | নতুন সুবিধা |
---|---|---|---|---|---|
19 | 2 | আনলিমিটেড কল, 200MB ডেটা | 19 | 2 | আনলিমিটেড কল, 150MB ডেটা, 100 এসএমএস |
35 | 28 | 26.66 টাকা টকটাইম, 100MB ডেটা | 49 | 28 | 38.52 টাকা টকটাইম, 100MB ডেটা |
65 | 28 | 130 টাকা টকটাইম, 200MB ডেটা | 79 | 28 | 63.95 টাকা টকটাইম, 200MB ডেটা |
129 | 28 | আনলিমিটেড কল, 300 SMS মেসেজ, 2GB ডেটা | 148 | 28 | আনলিমিটেড কল, 300 SMS মেসেজ, 2GB ডেটা |
169 অথবা 199 | 28 | আনলিমিটেড কল, দিনে 100 এসএমএস, দিনে 1 GB ডেটা | 248 | 28 | আনলিমিটেড কল, দিনে 100 এসএমএস, দিনে 1.5 GB ডেটা |
249 | 28 | আনলিমিটেড কল, দিনে 100 এসএমএস, দিনে 2 GB ডেটা | 298 | 28 | আনলিমিটেড কল, দিনে 100 এসএমএস, দিনে 2 GB ডেটা |
448 | 82 | আনলিমিটেড কল, দিনে 100 এসএমএস, দিনে 1.5 GB ডেটা | 598 | 84 | আনলিমিটেড কল, দিনে 100 এসএমএস, দিনে 1.5 GB ডেটা |
499 | 82 | আনলিমিটেড কল, দিনে 100 এসএমএস, দিনে 2 GB ডেটা | 698 | 84 | আনলিমিটেড কল, দিনে 100 এসএমএস, দিনে 2 GB ডেটা |
998 | 336 | আনলিমিটেড কল, 3600 এসএমএস, 12 GB ডেটা | 1498 | 365 | আনলিমিটেড কল, 3600 এসএমএস, 24 GB ডেটা |
1699 | 365 | আনলিমিটেড কল, দিনে 100 এসএমএস, দিনে 1.5 GB ডেটা | 2398 | 365 | আনলিমিটেড কল, দিনে 100 এসএমএস, দিনে 1.5 GB ডেটা |
Airtle ছাড়াও চলতি সপ্তাহেই দাম বাড়াচ্ছে Vodafone Idea ও Jio। ইত্যিমধ্যেই কোম্পানির নতুন ট্যারিফ ঘোষণা করেছে Vodafone Idea। 3 ডিসেম্বর থেকে নতুন প্ল্যান কার্যকর হবে। অন্যদিকে 6 ডিসেম্বর থেকে দাম বাড়াচ্ছে Jio। মুকেশ আম্বানির কোম্পানি জানিয়েছে পরিষেবার দাম 40 শতাংশ বাড়ানো হবে। যদিও এই জন্য গ্রাহক 300 শতাংশ বেশি সুবিধা পাবেন।
আরও পড়ুন:
দাম বাড়াল Jio, মিলবে অতিরিক্ত সুবিধা
চলতি সপ্তাহে দাম বাড়ছে! Vodafone Idea-র নতুন প্ল্যানগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন