পরিষেবার দাম বাড়াল Vodafone Idea। 3 ডিসেম্বর থেকে নতুন দাম ধার্য হবে। চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে রেকর্ড 50,922 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিল কোম্পানি। এর পরেই নভেম্বর মাসে পরিষেবার দাম বাড়ানোর ঘোষণা করেছিল Vodafone Idea। এক ধাক্কায় অনেকটা দাম বাড়াল কোম্পানি। এক নজরে Vodafone Idea -র নতুন প্ল্যানগুলি দেখে নিন।
Vodafone Idea-র নতুন প্রিপেড প্ল্যান
149 টাকা থেকে Vodafone Idea-র নতুন প্রিপেড প্ল্যানগুলি শুরু হচ্ছে। নতুন প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। পরিবর্তে Vodafone Idea ছাড়া অন্য মোবাইল নেটওয়ার্কে কল করতে প্রতি প্ল্যানের সাথে নির্দিষ্ট পরিমাণ টকটাইম দেবে কোম্পানি। নতুন প্ল্যানগুলিতে 28 দিন থেকে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
28 দিন ভ্যালিডিটির Vodafone Idea প্রিপেড প্ল্যান
Vodafone Idea প্রিপেড প্ল্যান (টাকা) | সুবিধা |
---|---|
149 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), 2GB ডেটা, 300 এসএমএস |
249 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), প্রতিদিন 1.5GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস |
299 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস |
399 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), প্রতিদিন 3GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস |
84 দিন ভ্যালিডিটির Vodafone Idea প্রিপেড প্ল্যান
Vodafone Idea প্রিপেড প্ল্যান (টাকা) | সুবিধা |
---|---|
379 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3000 মিনিট), 6GB ডেটা, 1000 এসএমএস |
599 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3000 মিনিট), প্রতিদিন 1.5GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস |
699 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3000 মিনিট), প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস |
এক বছর ভ্যালিডিটির Vodafone Idea প্রিপেড প্ল্যান
Vodafone Idea প্রিপেড প্ল্যান (টাকা) | সুবিধা |
---|---|
1499 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12000 মিনিট), 24GB ডেটা, 3600 এসএমএস |
2399 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12000 মিনিট), প্রতিদিন 1.5GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস |
এছাড়াও 19 টাকায় নতুন স্যাচেট প্ল্যান লঞ্চ করেছে Vodafone Idea। এই প্ল্যানে Vodafone Idea নেটওয়ার্কে আনলিমিটেড কল, 150MB ডেটা আর 100 এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। 19 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 2 দিন।
যে সন গ্রাহক আনলিমিটেড প্ল্যান চান না তাদেন জন্য দুটি কম্বো প্ল্যান লঞ্চ হয়েছে। 49 টাকা আর 79 টাকা প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়ুয়া যাবে। 49 টাকা প্ল্যানে 38 টাকা টকটাইম পাওয়া যাবে। সাথে থাকছে 100MB ডেটা। এই প্ল্যানে মিনিটে 2.5 পয়সা দরে খরচ হবে। অন্যদিকে 79 টাকা প্ল্যানে 64 টাকা টকটাইম আর 200MB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে ফোন করতে সেকেন্ডে 1 পয়সা খরচ হবে।
এছাড়াও 97 টাকা, 197 টাকা, 297 টাকা আর 647 টাকা ফার্স্ট রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে Vodafone Idea।
Vodafone Idea প্রিপেড প্ল্যান (টাকা) | সুবিধা | বৈধতা |
---|---|---|
97 | 45 টাকা টকটাইম, 100MB ডেটা, 1 পয়সা প্রতি সেকেন্ড ট্যারিফ | 28 দিন |
197 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), 2GB ডেটা, 300 এসএমএস | 28 দিন |
297 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), প্রতিদিন 1.5GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস | 28 দিন |
647 | আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ৩000 মিনিট), প্রতিদিন 1.5GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস | 84 দিন |
অন্য নেটওয়ার্কে কল করার সীমা অতিক্রম করলে মিনিটে 6 পয়সা খরচ করতে হবে গ্রাহককে। লোকাল, ন্যাশানাল ও রোমিং থেকে Vodafone Idea নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে।
3 ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। অনলাইন ও অফলাইন স্টোর এই সব নতুন রিচার্জ করা যাবে।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন