চলতি সপ্তাহে দাম বাড়ছে! Vodafone Idea-র নতুন প্ল্যানগুলি দেখে নিন

পরিষেবার দাম বাড়াল Vodafone Idea। 3 ডিসেম্বর থেকে নতুন দাম ধার্য হবে। চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে রেকর্ড 50,922 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিল কোম্পানি। এর পরেই নভেম্বর মাসে পরিষেবার দাম বাড়ানোর ঘোষণা করেছিল Vodafone Idea।

চলতি সপ্তাহে দাম বাড়ছে! Vodafone Idea-র নতুন প্ল্যানগুলি দেখে নিন

19 টাকা থেকে Vodafone Idea-র নতুন প্রিপেড প্ল্যানের দাম শুরু হচ্ছে

হাইলাইট
  • 19 টাকা থেকে Vodafone Idea-র নতুন প্রিপেড প্ল্যান শুরু হচ্ছে
  • 3 ডিসেম্বর থেকে নতুন প্ল্যান কার্যকর হবে
  • 365 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে
বিজ্ঞাপন

পরিষেবার দাম বাড়াল Vodafone Idea। 3 ডিসেম্বর থেকে নতুন দাম ধার্য হবে। চলতি বছর তৃতীয় ত্রৈমাসিকে রেকর্ড 50,922 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিল কোম্পানি। এর পরেই নভেম্বর মাসে পরিষেবার দাম বাড়ানোর ঘোষণা করেছিল Vodafone Idea। এক ধাক্কায় অনেকটা দাম বাড়াল কোম্পানি। এক নজরে Vodafone Idea -র নতুন প্ল্যানগুলি দেখে নিন।

Vodafone Idea-র নতুন প্রিপেড প্ল্যান

149 টাকা থেকে Vodafone Idea-র নতুন প্রিপেড প্ল্যানগুলি শুরু হচ্ছে। নতুন প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা থেকে বঞ্চিত হবেন গ্রাহকরা। পরিবর্তে Vodafone Idea ছাড়া অন্য মোবাইল নেটওয়ার্কে কল করতে প্রতি প্ল্যানের সাথে নির্দিষ্ট পরিমাণ টকটাইম দেবে কোম্পানি। নতুন প্ল্যানগুলিতে 28 দিন থেকে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।

28 দিন ভ্যালিডিটির Vodafone Idea প্রিপেড প্ল্যান

Vodafone Idea প্রিপেড প্ল্যান (টাকা) সুবিধা
149 আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), 2GB ডেটা, 300 এসএমএস
249 আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), প্রতিদিন 1.5GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস
299 আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস
399 আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), প্রতিদিন 3GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস

84 দিন ভ্যালিডিটির Vodafone Idea প্রিপেড প্ল্যান

Vodafone Idea প্রিপেড প্ল্যান (টাকা) সুবিধা
379

আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3000 মিনিট), 6GB ডেটা, 1000 এসএমএস

599

আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3000 মিনিট), প্রতিদিন 1.5GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস

699 আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3000 মিনিট), প্রতিদিন 2GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস

এক বছর ভ্যালিডিটির Vodafone Idea প্রিপেড প্ল্যান

Vodafone Idea প্রিপেড প্ল্যান (টাকা) সুবিধা
1499

আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12000 মিনিট), 24GB ডেটা, 3600 এসএমএস

2399

আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12000 মিনিট), প্রতিদিন 1.5GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস

এছাড়াও 19 টাকায় নতুন স্যাচেট প্ল্যান লঞ্চ করেছে Vodafone Idea। এই প্ল্যানে Vodafone Idea নেটওয়ার্কে আনলিমিটেড কল, 150MB ডেটা আর 100 এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। 19 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 2 দিন। 

যে সন গ্রাহক আনলিমিটেড প্ল্যান চান না তাদেন জন্য দুটি কম্বো প্ল্যান লঞ্চ হয়েছে। 49 টাকা আর 79 টাকা প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়ুয়া যাবে। 49 টাকা প্ল্যানে 38 টাকা টকটাইম পাওয়া যাবে। সাথে থাকছে 100MB ডেটা। এই প্ল্যানে মিনিটে 2.5 পয়সা দরে খরচ হবে। অন্যদিকে 79 টাকা প্ল্যানে 64 টাকা টকটাইম আর 200MB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে ফোন করতে সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। 

এছাড়াও 97 টাকা, 197 টাকা, 297 টাকা আর 647 টাকা ফার্স্ট রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে Vodafone Idea।

Vodafone Idea -র নতুন ফার্স্ট রিচার্জ প্ল্যান

Vodafone Idea প্রিপেড প্ল্যান (টাকা) সুবিধা বৈধতা
97  45 টাকা টকটাইম, 100MB ডেটা, 1 পয়সা প্রতি সেকেন্ড ট্যারিফ 28 দিন
197

 আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), 2GB ডেটা, 300 এসএমএস

28 দিন
297

 আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1000 মিনিট), প্রতিদিন 1.5GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস

28 দিন
647

 আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে ৩000 মিনিট), প্রতিদিন 1.5GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস

84 দিন

অন্য নেটওয়ার্কে কল করার সীমা অতিক্রম করলে মিনিটে 6 পয়সা খরচ করতে হবে গ্রাহককে। লোকাল, ন্যাশানাল ও রোমিং থেকে Vodafone Idea নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। 

3 ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। অনলাইন ও অফলাইন স্টোর এই সব নতুন রিচার্জ করা যাবে। 

আরও পড়ুন:

দাম বাড়াল Jio, মিলবে অতিরিক্ত সুবিধা

দাম বাড়াল Airtel, নতুন প্ল্যানগুলি দেখে নিন

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. itel VistaTab 30 সস্তায় 11 ইঞ্চি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, সাথে 1,999 টাকার উপহার ফ্রি
  2. নতুন বছরের আগে ধামাকা অফার, দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন 19,000 টাকা সস্তায় মিলছে
  3. Google ভারতে Emergency Location Service ফিচার চালু করল, বিপদে পড়লে আসবে দ্রুত সাহায্য
  4. Motorola-এর অবিশ্বাস্য স্লিম ফোনের সেল অবশেষে শুরু হল, 50MP সেলফি ক্যামেরা রয়েছে, পাবেন বিশেষ ছাড়
  5. Realme সবচেয়ে কম দামে 144Hz রিফ্রেশ রেট ও 7000mAh ব্যাটারির ফোন কেনার সুযোগ আনল
  6. OnePlus মোবাইলে গেম খেলার জন্য সেরা ফোন আনছে, 16GB র‍্যাম এবং 9000mAh ব্যাটারি থাকবে
  7. Poco M8 সিরিজের প্রথম টিজার প্রকাশ্যে, 50MP ও 200MP ক্যামেরা নিয়ে শীঘ্রই লঞ্চ হতে পারে
  8. 12.1 ইঞ্চি ডিসপ্লে ও 12000mAh ব্যাটারি সহ Redmi Pad 2 Pro 5G জানুয়ারি 6 ভারতে লঞ্চ হচ্ছে
  9. Oppo Find X9 Ultra: ছাব্বিশে মহা চমক, Oppo লঞ্চ করবে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন?
  10. স্মার্টফোন সেলে মেগা অফার, 3,000 টাকা ডিসকাউন্ট 7,400mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের অনবদ্য ফোনে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »