দুর্গা পুজোর শুরুতেই ধামাকা অফার নিয়ে হাজির ভারত সঞ্চার নিগম লিমিটেড। সম্প্রতি 1,699 টাকা প্ল্যান নিয়ে হাজির হয়েছে BSNL। এই প্ল্যানে 455 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। নতুন ও পুরনো গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। একই সাথে নতুন গ্রাহকদের 106 টাকা আর 107 টাকা প্ল্যান নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এছাড়াও 186 টাকা আর 187 টাকা প্ল্যানে অতিরিক্ত ডেটা দিচ্ছে কোম্পানি।
31 অক্টোবরের আগে 1,699 টাকা রিচার্জ করলে BSNL প্রিপেড গ্রাহকরা 455 দিন বৈধতা পাবেন। আগে এই প্ল্যানে 365 দিন বৈধতা পাওয়া যেত। এই প্ল্যানের সাথে দিনে 2GB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল করার সুযোগ আর দিনে 100 টা এসএমএস।
প্রিপেড প্ল্যান ঢেলে সাজালো Airtel, মিলবে দ্বিগুণ সুবিধা
অন্যদিকে নতুন গ্রাহকদের জন্য 106 টাকা আর 107 টাকা প্ল্যানে দিনে 1GB ডেটা আর আনলিমিটেড কল দিচ্ছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এই প্ল্যানে নতুন গ্রাহকরা 24 দিন বৈধতা পাবেন।
186 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 3GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 2GB ডেটা পাওয়া যেত। দিনের 3GB ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে।
কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন, পুজোর পরেই আসছে Redmi 8
এছাড়াও BSNL 186 টাকা প্রিপেড প্ল্যানের গ্রাহকরা দিনে 250 মিনিট লোকাল, ন্যাশানাল আর রোমিং কল এর সুবিধা পাবেন। এছাড়াও থাকছে রোজ 100 টা SMS এর সুবিধা। 186 টাকার মতোই 187 টাকা প্ল্যানেও একই কল, ডেটা, SMS এর সুবিধা পাওয়া যাবে। এই দুই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন