প্রিপেড প্ল্যানে আগের থেকে বেশি সুবিধা দিতে শুরু করল Airtel। 65 টাকা কম্বো প্ল্যানে এবার Airtel গ্রাহকরা ডবল টকটাইম পাবেন। অর্থাৎ এবার থেকে 65 টাকা রিচার্জে 130 টাকা টকটাইম দেবে Airtel। আগে এই প্ল্যানে 65 টাকা টকটাইম পাওয়া যেত। যদিও মুম্বাই সহ কয়েকটি সার্কেলে এই প্ল্যানের সাথে 55 টাকা টকটাই পাওয়া যাচ্ছে। অন্যদিকে জম্মু ও কাশ্মীর, অসম, হরিয়ানা সহ একাধিক সার্কেলে 65 টাকা কম্বো প্যাকে 130 টাকা টকটাইম দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি।
65 টাকা প্রিপেড প্ল্যানের সাথে 200 MB ডেটা পাওয়া যাবে। সাথে থাকছে 130 টাকা টকটাইম। এই প্ল্যানে লোকাল ও ন্যাশানাল কল করতে মিনিটে 60 পয়সা খরচ হবে। 65 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। গত বছর এই কম্বো প্ল্যান লঞ্চ করেছিল Airtel। লঞ্চের সময় এই প্ল্যানের সাথে 65 টাকা টকটাইম পাওয়া যেত। এই প্ল্যানের বাকি সব সুবিধা একই থাকছে।
মুম্বাই সহ একাধিক সার্কেলে 65 টাকা রিচার্জে 55 টাকা টকটাইম পাওয়া যাবে
সম্প্রতি Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে অসম, বিহার ও ঝাড়খন্ড, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্য প্রদেশ এবং ছত্তিসগড়, উত্তর পূর্ব, উড়িষ্যা, রাজস্থান, উপ-পূর্ব, উপ-পশ্চিম এবং উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের Airtel প্রিপেড গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
যদিও অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা, কলকাতা, দিল্লি এনসিআর, চেন্নাই, মুম্বই সার্কেলের Airtel প্রিপেড গ্রাহকরা 65 টাকা প্ল্যানে 55 টাকা টকটাইম পাবেন। যদিও এই প্ল্যানের অন্যান্য সুধায় পরিবর্তন হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন