অক্টোবর মাসে ফোন করলে গ্রাহককে 6 পয়সা ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার 6 পয়সা অফার আরও সহজ করলো BSNL। এতদিন শুধুমাত্র কল করলে 6 পয়সা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছিল। এবার এসএমএস করলেও 6 পয়সা ক্যাশব্যাক দেবে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। আরও বেশি গ্রাহকের কাছে ক্যাশব্যাকের সুবিধা পৌঁছে দিতে এই অফার এনেছে কোম্পানিটি। 6 পয়সা অফার ছাড়াও গ্রাহকের জন্য একগুচ্ছ নতুন অফার আনবে BSNL।
“ACT 6 paisa” লিখে 9478053334 নম্বরে এসএমএস করে দিলে যে কোন BSNL গ্রাহকের ফোনে এই অফার চালু হয়ে যাবে। আগে অন্তত পাঁচ মিনিট আউটগোইং কল করলে গ্রাহককে প্রতি মিনিটে 6 পয়সা ক্যাশব্যাক দিচ্ছিল রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।
BSNL ল্যান্ডলাইন, ব্রডব্যান্ড আর ফাইবার কানেকশনের গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই অফার।
সম্প্রতি আউটগোইং কল করার জন্য জিও গ্রাহকদের মিনিটে 6 পয়সা দিতে হচ্ছে। এর পরেই আউটগোইং কল করলে গ্রাহককে মিনিটে 6 পয়সা ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করে BSNL। যদিও এই জন্য অন্তত পাঁচ মিনিট আউটগোইং কল করতে হবে।
এছাড়াও সম্প্রতি 998 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল BSNL। এই প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। প্ল্যানের বৈধতা 210 দিন। যদিও 998 টাকা প্ল্যানের সাথে কোন কলিং অথবা এসএমএসের সুবিধা থাকছে না। দিনে 2GB ডেটা ছাড়াও এই প্ল্যানের সাথে দুই মাস বিনামূল্যে পার্সোনালাইজড রিংব্যাক টোন ব্যবহার করা যাবে।
আরও পড়ুন:
মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না! উল্টে ফোন করলে আপনাকে মিনিটে 6 পয়সা দেবে BSNL
অবশেষে আসরে নামল Jio, শীঘ্রই কল ও ডেটার দাম বাড়াবে মুকেশ আম্বানির কোম্পানি
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন