প্রিপেড গ্রাহকদের জন্য নতুন প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন 108 টাকা প্রিপেড প্ল্যানে প্রথম 28 দিন রোজ 1GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে 180 দিন ভ্যালিডিটি। আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলের BSNL প্রিপেড গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 28 দিনের পরে অন্য প্ল্যান এক্সটেনশন রিচার্জ করা যাবে। 1GB ডেটার সাথেই প্রথম 28 দিন 500 টাক এসএমএস ব্যবহার করা যাবে। আর থাকছে দিনে 250 মিনিট কল করার সুবিধা। দিল্লি ও মুম্বাই সার্কেল নম্বরেও এই প্ল্যান থেকে কল করা যাবে।
TelecomTalk ওয়েবসাইটে প্রথম 108 টাকা BSNL প্রিপেড প্ল্যানের খবর সামনে এসেছে। এক রিপোর্টে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। সাথে প্রথম 28 দিন রোজ 1GB ডেটা ব্যবহার করা যাবে। দিনের ডেটা ব্যবহারের সীমা শেষ হলে স্পিড কমে 80Kbps হয়ে যাবে। এর সাথেই দিনে 250 মিনিট কল করা যাবে। আর থাকছে 500 টা SMS। এই সব সুবিধা প্রথম 28 দিন পাওয়া যাবে। যদিও 108 টাকা প্ল্যানে 108 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
গ্রাহক নতুন কানেকশন নেওয়ার সময় প্রথম রিচার্জ হিসাবে 108 টাকা রিচার্জ করলে এই সুবিধা পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলে এই সুবিধা মিলবে। পুরনো গ্রাহকরা প্ল্যান বদল করতে চাইলেও এই রিচার্জ করতে পারবেন। কোম্পানি জানিয়েছে ‘ব্ল্যাকআউট ডে' তে এই প্ল্যানের সুবিধা কাজ করবে না।
চলতি সপ্তাহেই 698 টাকা প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল BSNL। এই প্ল্যানের সাথে 200GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে কোন ভয়েস কল অথবা এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না। এখন শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। 698 টাকা প্ল্যান ব্যবহার করতে 15 নভেম্বরের আগে রিচার্জ করতে হবে।
আরও পড়ুন:
অবিশ্বাস্য দামে 200GB ডেটা দিচ্ছে BSNL
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন