সম্প্রতি একাধিক স্মার্ট কানেক্টিভিটি ডিভাইস নিয়ে এল Dish TV। শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে Dish SMRT Hub। নতুন এই স্মার্ট সেট টপ বক্সে Android TV অপারেটিং সিস্টেম চলবে। এছাড়াও লঞ্চ হয়েছে Dish SMRT Kit। নতুন এই স্মার্ট স্টিকে Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট থাকছে। কবে এই দুই ডিভাইস বিক্রি শুরু হবে জানায়নি Dish TV।
গোপন খবর ফাঁস হয়ে গেল, Xiaomi ফোনের ক্যামেরায় আসছে দুর্দান্ত এই ফিচার
Dish SMRT Hub এর দাম 3,999 টাকা। বর্তমান Dish TV গ্রাহকরা 2,499 টাকায় এই ডিভাইস কিনতে পারবেন। 1,199 টাকায় বিক্রি হবে Dish SMRT Kit। শুধুমাত্র Dish TV গ্রাহকরা Dish SMRT Kit কিনতে পারবেন। শুধুমাত্র কোম্পানির DishNXT HD Box এর সাথে কাজ করবে Dish SMRT Kit। তবে যে কোন টিভির সাথে Dish SMRT Hub কাজ করবে।
Realme Festive Days Sale: এক ঝলকে সেরা অফারগুলি দেখে নিন
Dish SMRT Hub স্মার্ট সেট টপ বক্সে Android TV 9 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে Google Assistant আর Play Store। ডিভাইসের সাথে থাকছে রিমোট কন্ট্রোল পাওয়া যাবে। সেখানে থাকছে ভয়েস ইনপুট। Amazon Prime Video, Zee5, Voot, ALTBalaji আর YouTube সাপোর্ট থাকবে। যদিও এই ডিভাইসে Netflix সাপোর্ট থাকছে না। এই ডিভাইসের রিমোটে Google Assistant ব্যবহার করে স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করা যাবে।
ট্রিপল রিয়ার ক্যামেরা, চোখ ধাঁধানো ডিসপ্লে সহ ভারতে এল Nokia 6.2
শুধুমাত্র কোম্পানির DishNXT HD সেট টপ বক্সের সাথে কাজ করবে Dish SMRT Kit। বিভিন্ন অ্যাপের সাথেই এই স্মার্ট স্ট্রিমিং স্টিকে থাকছে ALEXA ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এই স্ট্রিমিং স্টিকের সাথে রিমোটে থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। এছাড়াও Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্টের সব কম্যান্ড কাজ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন