শিঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi -র 5X অক্টিকাল জুম ক্যামেরার স্মার্টফোন। এই ফোনে থাকতে পারে 50X পর্যন্ত ডিজিটাল জুম।
5X অপ্টিকাল জুম আর 50X ডিজিটাল জুম সহ স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi
শিঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi -র 5X অক্টিকাল জুম ক্যামেরার স্মার্টফোন। এই ফোনে থাকতে পারে 50X পর্যন্ত ডিজিটাল জুম। Huawei P30 Pro আর Oppo Reno 2 এর সাথে প্রতিযোগিতায় এই ফোন নিয়ে আসতে চলেছে বেজিং এর কোম্পানিটি। সম্প্রতি একাধিক Xiaomi ফোনে MIUI 11 আপডেট পৌঁছেছে। MIUI 11 বিটা ভার্সানের ক্যামেরা অ্যাপের সোর্স কোড থেকে এই ফিচার সামনে এসেছে। টেক দুনিয়ায় কানাঘুষো Xiaomi -র সাথেই 5X অপ্টিকাল জুম ক্যামেরার স্মার্টফোন আনছে Google আর Samsung।
নতুন MIUI Camera অ্যাপে ‘Tele 5X' নামে একটি ক্যামেরা জুম রয়েছে। সম্প্রতি XDA Developers ফোরামে এই খবর প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে এই ফোনের ক্যামেরায় 5X অপ্টিকাল জুম থাকবে।
কবে ভারতে আসছে MIUI 11? জানিয়ে দিল Xiaomi
![]()
Xiaomi ফোনে "ultra tele" মোডে এই আইকন থাকবে
ছবি: XDA Developers
XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ‘Ultra Tele' নামে একটি ফিচার যোগ হয়েছে। সেখানে 50X ডিজিটাল জুম থাকতে পারে।
যদিও নতুন এই স্মার্টফোন সম্পর্কে এখনও মুখ খোলেনি Xioami। সম্প্রতি MIUI 11 ক্যামেরা অ্যাপের সোর্স কোড থেকে 8K ভিডিও রেকর্ডিং মোড সামনে এসেছিল। এবার 5X অপ্টিকাল জুম আর 50X ডিজিটাল জুমের খবর প্রকাশিত হল।
কবে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 8 Pro? লঞ্চের আগে দেখে নিন সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন
গত মাসে Mi Mix Alpha লঞ্চ করেছিল Xiaomi। সেই ফোনে থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা। যদিও এই ফোনে থাকছে 8X ডিজিটাল জুম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development