নতুন বছর শুরুর আগেই “2020 Happy New Year Offer” নিয়ে হাজির হল Jio। এই প্ল্যানে 2,020 টাকা রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কল সহ রোজ নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। সীমিত সময়ের জন্য এই অফার চলবে। এছাড়াও যে সব গ্রাহক Jio Phone কিনতে আগ্রহী সেই গ্রাহকদের জন্য Jio নিয়ে এসেছে “2020 Jio Phone Happy New Year Offer”। সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম 40 শতাংশ বাড়িয়েছিল মুম্বাইয়ের কোম্পানিটি।
নতুন বছরের বিশেষ অফারে Jio প্রিপেড গ্রাহকরা 2,020 টাকা রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কল ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। সাথে থাকছে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ এসএমএস ব্যবহারের সুযোগ আর JioTV, JioCinema, JioNews সহ সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ।
একই সাথে যে সব গ্রাহক নতুন Jio Phone কিনতে চান তাদের জন্য “2020 Jio Phone Happy New Year Offer” নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। এই অফারে 1,500 টাকার বিনিময়ে একটি Jio Phone এর সাথেই 365 দিন ভ্যালিডিটি থাকছে। এই অফারে Jio Phone গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সাথেই প্রতিদিন 0.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। আর থাকছে নির্দিষ্ট পরিমাণ এসএমএস ও সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ।
ইতিমধ্যেই এই দুই অফার শুরু হয়েছে। সীমিত সময়ের জন্য চলবে এই দুই অফার। যদিও এই দুই প্ল্যানের আনলিমিটেড কলের সুবিধা শুধুমাত্র Jio নম্বরে প্রযোজ্য হবে। অন্য নেটওয়ার্কে কল করতে অতিরিক্ত এফইউপি শুল্ক খরচ করতে হবে গ্রাহককে।
আরও পড়ুন:
দুর্দান্ত সুবিধা! সব পুরনো রিচার্জ ফিরিয়ে আনল Jio
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন