98 টাকা প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনল Jio। নতুন প্ল্যানে আগের থেকে বেশি এসএমএস ব্যবহার পাঠানো যাবে। 98 টাকা প্রিপেড প্ল্যানে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। গত সপ্তাহে 129 টাকা থেকে একাধিক নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল মুকেশ আম্বানির কোম্পানি। একই সাথে নতুন প্ল্যান সামনে এনেছিল Airtel ও Vodafone Idea।
Jio.com থেকে জানা গিয়েছে 98 টাকা প্রিপেড প্ল্যানে 300 টা এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
300 টা এসএমএসের সাথেই এই প্ল্যানের সাথে থাকছে 2GB ডেটা। ডেটার সীমা অতিক্রম করলে স্পিড কমে 64Kbps হয়ে যাবে। এই প্ল্যানের গ্রাহকরা সব জিও নম্বরে আনলিমিটেড কল করতে পারবেন। তবে অন্য নেটওয়ার্কে কল করতে আইইউসি ভাউচার রিচার্জ করতে হবে।
Jio.com ওয়েবসাইট, My Jio অ্যাপ অথবা Paytm, PhonePe, Google Pay এর মতো থার্ড পার্টি অ্যাপ থেকে 98 টাকা Jio প্রিপেড রিচার্জ করা যাবে।
সম্প্রতি 129 টাকা থেকে 2,199 টাকা দামে বিভিন্ন রিচার্জ লঞ্চ করেছে Jio। এই প্ল্যানগুলিতে 28 দিন থেকে 365 দিন ভ্যালিডিটি থাকছে। অন্যদিকে 149 তাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন থেকে কমিয়ে 24 দিন করা হয়েছে। 149 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাচ্ছে। সাথে থাকছে সব Jio নম্বরে আনলিমিটেড কল করার সুযোগ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন