লকডাউনের মধ্যেই প্রতিদিন অতিরিক্ত 2GB ডেটা দিচ্ছে Jio। সম্পূর্ণ বিনামূল্যে এই ডেটা ব্যবহার করা যাবে। 2 মে পর্যন্ত গোটা দেশের নির্বাচিত গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। যদিও আগেও একাধিকবার গ্রাহকদের চমকে দিয়ে বিনামূল্যে অতিরিক্ত ডেটা ব্যবহারের সুবিধা করে দিয়েছিল মুম্বাইয়ের সংস্থাটি।
ইতিমধ্যেই ট্যুইটারে একাধিক গ্রাহক অতিরিক্ত ডেটা পাওয়ার কথা জানিয়েছেন। শেয়ার হয়েছে স্ক্রিনশট। প্রত্যেকেই প্রতিদিন অতিরিক্ত 2GB ডেটা পেয়েছেন। আগামী চার দিন গ্রাহককে অতিরিক্ত ডেটা দেবে কোম্পানি।
All Jio Users ...Jio Provides 2GB / Day Data Pack Till May 1????????????
— கத்தி (எ) கதிரேசன் ???????? (@Master_Mahiii) April 28, 2020
Jio Users Check Your Data Balance....Masss uhhhh Ambani ????????
Retweet ????: #Master @actorvijay pic.twitter.com/KfpDmV3RQe
JIO Free 2GB Data/Day Untill May 2 !????
— Kαмαℓツ (@KamalOfcl) April 29, 2020
Now Per Day 6GB + Wifi ???????? pic.twitter.com/upp4vx9jNg
@reliancejio Again Crediting 2GB Daily Data With 4 Days Validity for Free
— Shabbu (@Ees_Khan) April 29, 2020
Jio prepaid customers are getting 2GB free data per day under 'Jio Data Pack' for the month of April 2020 pic.twitter.com/HXNlLbWkic
গ্রাহকের প্ল্যানের ডেটা শেষ হলেই অতিরিক্ত ডেটা ব্যবহার করা যাবে। কিছু গ্রাহককে 2 মে পর্যন্ত অতিরিক্ত ডেটা দিয়েছে কোম্পানিটি। অন্য গ্রাহকরা 30 এপ্রিল অথবা 1 মে পর্যন্ত এই সুবিধা পাবেন।
My Jio অ্যাপ ওপেন করে ‘My Plans' বিভাগে গিয়ে নিজের ডেটা সংগ্রহ করতে পারবেন। এর ফলে নিজের প্ল্যানের ডেটা শেষ হওয়ার পরে প্রতিদিন অতিরিক্ত 2GB ডেটা ব্যবহার করা যাবে।
শুরু হল JioMart পরিষেবা, অর্ডার হবে WhatsApp থেকে
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
আপাতত নির্বাচিত গ্রাহকদের অতিরিক্ত ডেটা দিচ্ছে Jio। যদিও কীভাবে গ্রাহক নির্বাচন করা হচ্ছে জানায়নি সংস্থাটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন