অবশেষে Jio GigaFiber এর রেজিস্ট্রেশান শুরু হল। গত মাসে হোম ফাইবার ব্রডব্যান্ড সার্ভিস Jio GigaFiber লঞ্চের কথা ঘোষনা করেছিল Jio। এই কানেকশানে 1Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে বলে জানিয়েছিল কোম্পানি। আপাতত ইচ্ছুক গ্রাহকরা এই কানেকশান নেওয়ার ইচ্ছা জানাতে পারেন Jio-কে।যে এলাকা থেকে বেশি গ্রাহক নতুন কানেকশান নেওয়ার ইচ্ছা দেখাবেন সেই সব এলাকাতে আগে কানেকশান দেবে Jio। আপাতত দেশের 1,100 টি শহরে এই পরিষেবা চালু হবে। তবে কবে থেকে কানেকশান দেওয়া শুরু হবে তা জানায়নি Jio। বছর দুই পরীক্ষার পর্যায়ে রয়েছে এই ব্রডব্যান্ড সার্ভিস। সেখানে 700 Mbps এর বেশি স্পিড পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
1. শুরুতেই আপনাকে কোম্পানির ওয়েবসাইটে https://gigafiber.jio.com/registration পেজে লগ ইন করতে হবে।
2. এখানে কোন ধরনের ঠিকানার জন্য আপনি কানেকশান নেবেন তা ঠিক করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
3. পরের পেজে নিজের নাম ও মোবাইল নম্বর নতিভুক্ত করে OPT জেনারেট করুন।
4. ফোনে আসা OTP দিয়ে কোন ধরনের বাড়িতে আপনি থাকে তা সিলেক্ট করে ‘Submit’ করে দিন।
এইভাবে আপনি Jio GigaFiber এর জন্য আপনার আগ্রহ কোম্পানিকে জানাতে পারবেন। এছাড়াও আপনি অন্য কোন পরিচিত মানুষের ঠিকানাকে GigaFiber এর জন্য নতিভুক্ত করতে পারবেন। রেজিস্ট্রেশানের জন্য কোন টাকা লাগবে না।
Jio GigaFiber এর মাধ্যমে ঘরে ঘরে হাই স্পিড ফাইবার ব্রডব্যান্ড পৌঁছে দেবে Jio। এর সাথে থাকবে কোম্পানির GigaTV আর স্মার্ট হোম সলিউশান। গ্রাহকরা 600-র বেশি টিভি চ্যানেল করেক লক্ষ টিভি শো, সিনেমা ও গান যখন খুশি দেখতে বা শুনতে পারবেন। নিজের টিভিতে গ্রাহকরা অনায়াসে JioTV, JioCinema, JioTVCall, JioSmartLiving, JioNetVelocity, JioCloud, MediaShare ও JioStore-এর মতো অ্যাপ গুলি ব্যবহার করতে পারবেন।
GigaTV এর সাথেই একটি JioRemote দেওয়া হবে। এই রিমোটের মাধ্যমে টিভিতে যা দেখতে চান তা নিজের মুখে বললেই টিভিতে সেই চ্যানেল বা সিনেমা চলতে শুরু করে দেবে। একাধিক ভারতীয় ভাষায় এই রিমোটের সাথে কথা বলা যাবে।
এর সাথেই GigaTV বক্সের মাধ্যমে ভিডিও কল করা যাবে। কোম্পানি জানিয়েছে যে কোন নেটওয়ার্কে GigaTV থেকে ভিডিও কল করা যাবে। এর সাথেই থাকবে স্মার্ট হোম সলিউশান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন