এই কানেকশানে 1Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে। কোম্পানির এই নেটওয়ার্কে বিশ্বের সবথেকে বড় ফিক্সড লাইন ব্রডব্যন্ড নেটওয়ার্ক হতে চলেছে। এর সাথেই গ্রাহকরা Jio GigaFiber নেটওরার্কে VR হেডসেট কানেক্ট করে 360 ডিগ্রি কনটেন্ট, 4K রেসোলিউশানের ভিডিও দেখতে পারবেন।