21 দিন লকডাউনের প্রায় এক তৃতীয়াংশ শেষ হয়েছে। ঘর বন্দি গোটা দেশের মানুষ। টেলিকম পরিষেবাকে অত্যাবশ্যকীয় পরিষেবার আওতায় রাখা হলেও বেশিরভাগ মোবাইলের দোকান বন্ধ। তাই রিচার্জ করতে সমস্যায় পরছেন অনেকেই। অনলাইনে রিচার্জ চালু থাকলেও সম্প্রতি এটিএম থেকে প্রিপেড রিচার্জের সুবিধা নিয়ে ল Jio। গোটা দেশের নির্বাচিত কিছু এটিএম থেকে Jio প্রিপেড কানেকশন রিচার্জ করা যাবে। কোন ওটিপি ছাড়াই এটিএম মেশিন থেকে যে কোন Jio প্রিপেড নম্বর রিচার্জ করা যাবে।
সম্প্রতি টুইটারে Jio জানিয়েছে এইউএফ ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইডিবিআই ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম মেশিন থেকে এই সুবিধা পাওয়া যাবে। গোটা দেশে এই ব্যাঙ্কগুলির প্রায় এক লক্ষ এটিএম রয়েছে। এটিএম থেকে কীভাবে Jio নম্বর রিচার্জ করবেন? দেখে নিন।
লকডাউনের জন্য অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে BSNL
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
যে সব গ্রাহক ফিচার ফোন ব্যবহার করেন তাদের জন্য নতুন ব্যবস্থা বিশেষ সুবিধা করে দেবে। এছাড়াও যে সব গ্রাহক অনলাইন ট্রানজেকশন করেন না তাদের বিশেষ সুবিধা করে দেবে এই রিচার্জ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন