সপ্তাহের শুরুতেই প্রিপেড ট্যারিফের দাম বাড়ানোর ঘোষণা করেছিল Jio। বুধবার নতুন অল-ইন-ওয়ান প্ল্যান নিয়ে এল মুকেশ আম্বানির কোম্পানি। 6 ডিসেম্বর থেকে নতুন প্ল্যান কার্যকর হবে। কোম্পানির দাবি নতুন প্ল্যানে আগের থেকে তিন গুণ বেশি সুবিধা পাওয়া যাবে। বুধবার এক বিবৃতিতে Jio জানিয়েছে, গোটা বিশ্বে সবথেকে কম দামে সেরা পরিষেবা গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ কোম্পানি।
এক নজরে Jio-র নতুন অল-ইন-ওয়ান প্রিপেড প্ল্যানগুলি দেখে নিন:
129 টাকা
129 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে মোট 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
199 টাকা
199 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
249 টাকা
249 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
349 টাকা
349 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 3GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
399 টাকা
399 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 2,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।
444 টাকা
444 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 2,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন।
329 টাকা
329 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে মোট 6GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
555 টাকা
555 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
599 টাকা
599 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
1299 টাকা
1299 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে মোট 24GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।
2199 টাকা
2199 টাকা প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট) করা যাবে। সাথে থাকছে প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।
এই সব প্ল্যানের সাথে JioTV, JioCinema, . JioSaavn, JioNews, JioSecurity, JioCloud আর JioHealthHub অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে।
আরও পড়ুন:
Airtel বনাম Vodafone Idea: নতুন প্রিপেড প্ল্যানে কী পার্থক্য?
দাম বাড়ার আগে রিচার্জ করুন Jio, বৈধতা লাগু হবে আগের রিচার্জ শেষ হলেই
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন