চলতি সপ্তাহে নতুন প্রিপেড প্ল্যান ঘোষণা করেছে Airtel ও Vodafone Idea। 3 ডিসেম্বর থেকে এই দুই নতুন প্ল্যানগুলি কার্যকর হয়ে গিয়েছে। Airtel ও Vodafone Idea-র নতুন রিচার্জে কী পার্থক্য? দেখে নিন।
3 ডিসেম্বর থেকে Airtel ও Vodafone Idea-র নতুন প্রিপেড প্ল্যান কার্যকর হয়েছে
চলতি সপ্তাহে নতুন প্রিপেড প্ল্যান ঘোষণা করেছে Airtel ও Vodafone Idea। 3 ডিসেম্বর থেকে এই দুই নতুন প্ল্যানগুলি কার্যকর হয়ে গিয়েছে। এক ধাক্কায় বিভিন্ন প্ল্যানের দাম 25 থেকে 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে। 148 টাকা থেকে 2,398 টাকায় বিভিন্ন আনলিমিটেড প্ল্যান লঞ্চ করেছে Airtel। অন্যদিকে 149 টাকা থেকে 2,399 তাকায় Vodafone Idea-র আনলিমিটেড প্ল্যানগুলি পাওয়া যাবে। Airtel ও Vodafone Idea-র নতুন প্ল্যানগুলিতে কী পার্থক্য? এক নজরে দেখে নিন।
Airtel 148 টাকা প্রিপেড প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড কল আর 2GB ডেটা ব্যবহারের সুযোগ থাকছে। আর থাকছে 300 এসএমএস। অন্যদিকে Vodafone Idea 149 টাকা প্রিপেড প্ল্যানেও 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে, সাথে থাকছে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট), 2GB ডেটা আর 300 এসএমএস।
Airtel 248 টাকা প্রিপেড প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড কল আর দিনে 1.5GB ডেটা আর প্রতিদিন 100 এসএমএস ব্যবহারের সুযোগ থাকছে। অন্যদিকে Vodafone Idea 249 টাকা প্রিপেড প্ল্যানেও 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে, সাথে থাকছে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট), দিনে 1.5GB ডেটা আর 100 এসএমএস।
Airtel 298 টাকা প্রিপেড প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড কল আর দিনে 2GB ডেটা আর প্রতিদিন 100 এসএমএস ব্যবহারের সুযোগ থাকছে। অন্যদিকে Vodafone Idea 299 টাকা প্রিপেড প্ল্যানেও 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে, সাথে থাকছে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট), দিনে 2GB ডেটা আর 100 এসএমএস।
Airtel 598 টাকা প্রিপেড প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড কল আর দিনে 1.5GB ডেটা আর প্রতিদিন 100 এসএমএস ব্যবহারের সুযোগ থাকছে। অন্যদিকে Vodafone Idea 599 টাকা প্রিপেড প্ল্যানেও 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে, সাথে থাকছে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট), দিনে 1.5GB ডেটা আর 100 এসএমএস।
Airtel 698 টাকা প্রিপেড প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড কল আর দিনে 2GB ডেটা আর প্রতিদিন 100 এসএমএস ব্যবহারের সুযোগ থাকছে। অন্যদিকে Vodafone Idea 699 টাকা প্রিপেড প্ল্যানেও 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে, সাথে থাকছে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট), দিনে 2GB ডেটা আর 100 এসএমএস।
Airtel 1498 টাকা প্রিপেড প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড কল আর 24GB ডেটা ব্যবহারের সুযোগ থাকছে। আর থাকছে 3600 এসএমএস। অন্যদিকে Vodafone Idea 1499 টাকা প্রিপেড প্ল্যানেও 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে, সাথে থাকছে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট), 24GB ডেটা আর 3600 এসএমএস।
Airtel 2398 টাকা প্রিপেড প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড কল আর দিনে 1.5GB ডেটা আর প্রতিদিন 100 এসএমএস ব্যবহারের সুযোগ থাকছে। অন্যদিকে Vodafone Idea 2399 টাকা প্রিপেড প্ল্যানেও 365 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে, সাথে থাকছে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট), দিনে 1.5GB ডেটা আর 100 এসএমএস।
এছাড়াও 379 টাকা প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি দিচ্ছে Vodafone Idea। এই প্ল্যানে আনলিমিটেড কল (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) দিনে 1,000 এসএমএস আর 6GB ডেটা ব্যবহার করা যাবে। Vodafone Idea-র সব প্ল্যানে অন্য নেটওয়ার্কে কল করার সীমা শেষ হলে গ্রাহককে মিনিটে 6 পয়সা খরচ করতে হবে। এছাড়াও 97 টাকা, 197 টাকা, 297 টাকা আর 647 টাকা ফার্স্ট রিচার্জ লঞ্চ করেছে Vodafone Idea।
| Airtel | বৈধতা (দিন) | ডেটা | এসএমএস | আনলিমিটেড কল | Vodafone Idea | বৈধতা | ডেটা | এসএমএস | আনলিমিটেড কল |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 148 টাকা | 28 | 2GB | 300 | হ্যাঁ | 149 টাকা | 28 | 2GB | 300 | হ্যাঁ (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) |
| 248 টাকা | 28 | প্রতিদিন 1.5GB | প্রতিদিন 100 | হ্যাঁ | 249 টাকা | 28 | প্রতিদিন 1.5GB | প্রতিদিন 100 | হ্যাঁ (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) |
| 298 টাকা | 28 | প্রতিদিন 2GB | প্রতিদিন 100 | হ্যাঁ | 299 টাকা | 28 | প্রতিদিন 2GB | প্রতিদিন 100 | হ্যাঁ (অন্য নেটওয়ার্কে 1,000 মিনিট) |
| 598 টাকা | 84 | প্রতিদিন 1.5GB | প্রতিদিন 100 | হ্যাঁ | 599 টাকা | 84 | প্রতিদিন 1.5GB | 100/day | হ্যাঁ (অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) |
| 698 টাকা | 84 | প্রতিদিন 2GB | প্রতিদিন 100 | হ্যাঁ | 699 টাকা | 84 | প্রতিদিন 2GB | প্রতিদিন 100 | হ্যাঁ ((অন্য নেটওয়ার্কে 3,000 মিনিট) |
| 1,498 টাকা | 365 | 24GB | 3,600 | হ্যাঁ | 1,499 টাকা | 365 | 24GB | 3,600 | হ্যাঁ ((অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট) |
| 2,398 টাকা | 365 | প্রতিদিন 1.5GB | প্রতিদিন 100 | হ্যাঁ | 2,399 টাকা | 365 | প্রতিদিন 1.5GB | প্রতিদিন 100 | হ্যাঁ (অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট) |
আরও পড়ুন:
লেটেস্ট চিপসেট সহ শীঘ্রই লঞ্চ হবে Mi 10
Samsung Galaxy M10s রিভিউ: বাজেট সেগমেন্টে এটাই সেরা স্মার্টফোন?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications