Jio GigaFiber কানেকশানের সাথে ট্রিপল পে প্ল্যান পরীক্ষা শুরু করল Reliance Jio। ট্রিপল পে প্ল্যানে একসাথে Gigafiber, Jio Home TV আর Jio Apps ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই একাধিক শহরে Gigafiber কানেকশান দেওয়া শুরু হলেও এই পরিষেবার দাম জানায়নি মুকেশ আম্বানির কোম্পানি। এখন সব গ্রাহক Jio GigaFiber প্রিভিউ অফার ব্যবহার করছেন।
ইতিমধ্যেই কোম্পানির কর্মীদের মধ্যে Gigafiber কানেকশানের সাথে ট্রিপল পে প্ল্যান পরীক্ষামুলকভাবে চালু করেছে Jio। সম্প্রতি Telecom Talk ওয়াবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে। নতুন ট্রিপল পে প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। একটি মাত্র প্ল্যান সামনে এসেছে। রিপোর্টে জানানো হয়েছে ট্রিপল পে প্ল্যানে গ্রাহক 100GB হাই স্পিড ডেটা, Jio Home TV আর Jio Apps ব্যবহারের সুবিধা পাবেন। পরীক্ষামুলকভাবে শুরু হওয়ায় এই প্ল্যানের দাম জানা যায়নি।
অর্থাৎ Jio GigaFiber কানেকশানের সাথেই Jio Home TV সাবস্ক্রিপশান যুক্ত থাকবে। একাধিক শহরে Gigafiber কানেকশান সামনে এলেও এখনও Jio Home TV কানেকশানের খবর সামনে আসেনি। শুরুতে কোম্পানির কর্মীদের কাছে এই কানেকশান পরীক্ষা করে তবেই সামনে আসবে Jio Home TV।
অনেক দিন ধরে অপেক্ষা চললেও এখনও বাণিজ্যিক ভাবে Gigafiber কানেকশান দিতে শুরু করেনি Jio। এই বিষয়ে Reliance Jio কে প্রশ্ন করা হলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন