আপাতত প্রিভিউ অফারে GigaFiber কানেকশন দিচ্ছে Jio। আগামী কয়েক মাসের মধ্যেই বাণিজ্যিকভাবে শুরু হবে Jio GigaFiber। তখনই এই ব্রডব্যান্ড কানেকশন এর সব প্ল্যান বিস্তারে জানা যাবে।
আগামী বছরেই সারা দেশে ছড়িয়ে পড়বে 25 কোটি GigaFiber ব্রডব্যান্ড কানেকশান। কোম্পানির বিশাল সাফল্যের পরে থেমে থাকতে নারাজ মুকেশ আম্বানি। 2019 সালে Jio কে আরও শক্তিশালী করতে এই সার্ভিসগুলি বাজারে আসবে।