সোমবার Jio GigaFiber এর সামনে থেকে পর্দা সরালেন কোম্পানির প্তধান মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন 5 সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে Jio GigaFiber পরিষেবা শুরু হবে।
সোমবার কোম্পানির বার্ষিক সাধারন সভায় একাধিক ঘোষনা করবেন রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি। এই অনুষ্ঠানে জিও গিগাফাইবার ব্রডব্যান্ডের দাম ঘোষনা হতে পারে।
12 অগাস্ট কোম্পানির বার্ষিক সাধারন সভায় Jio GigaFiber এর বাণিজ্যিক পরিষেবা শুরুর ঘোষনা করবেন মুকেশ আম্বানি। এখন নির্বাচিত কিছু গ্রাহককে GigaFiber পরিষেবা দেয় Jio। জানা গিয়েছে শিঘ্রই ইন্টারনেট কানেকশনের সাথে আইপিটিভি আর ভয়েস কলিং পরিষেবা নিয়ে আসছে মুম্বাই এর কোম্পানিটি।
গত বছর কোম্পানির বার্ষিক সাধারন সভায় Jio GigaFiber এর ঘোষনা করেছিল Reliance Jio। তখন গোটা দেশে 1,100 শহরে এই পরিষেবা নিয়ে আসার কথা জানিয়েছিলেন মুকেশ আম্বানি।
JioCall অ্যাপ থেকে গ্রাহককে 10 ডিজিট Jio GigaFiber ফিক্সড লাইন নম্বর কনফিগার করতে হবে। Google Play থেকে JioCall অ্যাপ ডাউনলোড করা যাবে। নিজের নম্বর কনফিগার করার পরে এই অ্যাপ ব্যবহার করে ভয়েস ও ভিডিও কল করতে পারবেন Jio GigaFiber ফিক্সড লাইন গ্রাহকরা।
গোটা দেশে Jio GigaFiber পরিষেবা শুরু না হলেও ইতিমধ্যেই চেন্নাই ও মুম্বাই এর মতো শহরে 2,500 টাকা সিকিউরিটি ডিপোজিটের মাধ্যমে Jio GigaFiber কানেকশান পাচ্ছেন গ্রাহকরা।
2019 সালের এপ্রিল মাসে Jio GigaFiber নেটওয়ার্কের গড় স্পিড ছিল 3.59 Mbps। সম্প্রতি Netflix এর প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা গিয়েছে। 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে এই তালিকায় এক নম্বরে রয়েছে মুম্বাই এর কোম্পানিটি।
মাসে 600 টাকা সাবস্ক্রিপশানে ব্রডব্যান্ড কানেকশানের সাথেই লাইভ টিভি ও আনলিমিটেড ভয়েস কল করা যাবে। 100 Mbps স্পিডে ব্রডব্যান্ড কানেকোশান ব্যবহার করা যাবে।
Jio GigaFiber কানেকশানের সাথেই Jio Home TV সাবস্ক্রিপশান যুক্ত থাকবে। একাধিক শহরে Gigafiber কানেকশান সামনে এলেও এখনও Jio Home TV কানেকশানের খবর সামনে আসেনি। শুরুতে কোম্পানির কর্মীদের কাছে এই কানেকশান পরীক্ষা করে তবেই সামনে আসবে Jio Home TV।
আপাতত প্রিভিউ অফারে GigaFiber কানেকশন দিচ্ছে Jio। আগামী কয়েক মাসের মধ্যেই বাণিজ্যিকভাবে শুরু হবে Jio GigaFiber। তখনই এই ব্রডব্যান্ড কানেকশন এর সব প্ল্যান বিস্তারে জানা যাবে।
রাহক ধরে রাখতে জলের দরে ডেটা দিতে শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL। অনলাইনে ‘Bharat Fiber’ এর রেজিস্ট্রেশান শুরু করেছে BSNL। সম্প্রতি ET তে রক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।
আগামী বছরেই সারা দেশে ছড়িয়ে পড়বে 25 কোটি GigaFiber ব্রডব্যান্ড কানেকশান। কোম্পানির বিশাল সাফল্যের পরে থেমে থাকতে নারাজ মুকেশ আম্বানি। 2019 সালে Jio কে আরও শক্তিশালী করতে এই সার্ভিসগুলি বাজারে আসবে।
অক্টোবর মাসের Netflix তালিকায় এক নম্বরে রয়েছে Jio GigaFiber। Jio GigaFiber নেটওয়ার্কে অক্টোবর মাসের গড় স্পিড ছিল 3.48 Mbps। সেপ্টেম্বর মাসেও এই তালিকায় এক নম্বইর স্থান দখল করেছিল মুকেশ আম্বানির কোম্পানি।
টেলিকম সার্ভিস শুরুর সময়েও একইভাবে বিনামূল্যে পরিষেবা দিয়ে গ্রাহকের মন জয় করেছিল Jio। টেলিকমটক-এ এক রিপোর্টে জানানো হয়েছে Jio GigaFiber গ্রাহকরা প্রথম তিন মাস 100 Mbps স্পিডে মাসে 100 GB পর্যন্ত ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।