12 অগাস্ট বাণিজ্যিকভাবে Jio GigaFiber পরিষেবা শুরু হতে পারে। Reliance গোষ্ঠীর বার্ষিক সাধারন সভায় এই ঘোষনা করতে পারেন মুকেশ আম্বানি। গত বছর কোম্পানির বার্ষিক সাধারন সভায় Jio GigaFiber এর ঘোষনা করেছিল Reliance Jio। তখন গোটা দেশে 1,100 শহরে এই পরিষেবা নিয়ে আসার কথা জানিয়েছিলেন মুকেশ আম্বানি। এর পরে একাধিক শহরে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হলেও এখনও বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু করেনি মুম্বাই এর কোম্পানিটি।
সম্প্রতি প্রকাশিত Jio -র ত্রৈমাসিক রিপোর্টে জানা গিয়েছে GigaFiber এর শেষ পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে Jio। 2018 সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলছে Jio GigaFiber বিটা টেস্টিং।
“সফলভাবে Jio GigaFiber বিটা টেস্টিং শেষ হতে চলেছে। শিঘ্রই গোটা দেশের পাঁচ কোট্র বেশি বাড়িতে স্মার্ট হোম সহ লঞ্চ হতে চলেছে Jio GigaFiber।” জানিয়েছে Reliance গোষ্ঠীর প্রধান্ মুকেশ আম্বানি।
তবে এই রিপোর্টে কবে GigaFiber পরিষেবা লঞ্চ হবে জানায়নি Jio। সম্প্রতি The Hindu তে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 12 অগাস্ট কোম্পানির বার্ষিক সাধারন সভায় লঞ্চ হতে চলেছে কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা।
বিটা টেস্টিং এর শুরুতে Jio GigaFiber কানেকশান নিতে 4,500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হচ্ছিল। নতুন কানেকশানের সাথে একটি অপ্টিকাল ণেটওয়ার্ক টার্মিনাল পাবেন গ্রাহক। তবে সম্প্রতি কম দামের ওএনটি ডিভাইস সহ 2,500 টাকা সিকিউরিটি ডিপোজিটের প্ল্যান নিয়ে হাজির হয়েছিল Jio। ওএনটি ডিভাইসে একই কানেকশানে ব্রডব্যান্ড, ভয়েস কল আর লাইভ টিভি দেখা যাবে।
সম্প্রতি 600 টাকা GigaFiber এর জন্য ট্রিপল প্ল্যান নিয়ে এসেছিল Jio। এই প্ল্যানে কোম্পানির গ্রাহকরা মাসে 600 টাকায় ব্রডব্যান্ড, লাইভ টিভি, সব জিও অ্যাপ ব্যবহার করতে পারছেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন